উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : কালভার্ট ভেঙে যানচলাচল বন্ধ কুলতলিতে। সুন্দরবনের যোগাযোগের অন্যতম মাধ্যম কালভার্ট ভেঙে যাতায়াত আচমকা বন্ধ হয়ে পড়ায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা।দ্রুত মেরামতের আশ্বাস দিলেন বিডিও। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার জালাবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের পাখিরালা এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার ইঞ্জিন ভ্যান নিয়ে পার হওয়ার সময় আচমকা হুড় মুড়িয়ে ভেঙে পড়ে কালভার্টটি। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার একটি কালর্ভাট হওয়াতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। আর তাতেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আশেপাশের চারটি গ্রামের কয়েক হাজার মানুষকে। তাছাড়া অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুলের ছাত্র ছাএীদের।।
স্থানীয়দের দাবি, পঞ্চায়েত কিংবা প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই কালভাটটি সংস্কারের কাজ করা হোক। এ ব্যাপারে স্থানীয় জালাবেড়িয়া ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান অসীম হালদার বলেন, পাখিরালা এলাকায় রাস্তার ওপর থাকা একটি কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
আমি এব্যাপারে বিডিও সহ প্রশাসনিক দফতরে জানিয়েছি। যাতে দ্রুত এই সমাধান মেটানো যায় তা আমি দেখছি। এ বিষয়ে কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য বলেন, আমি বিষয়টি শুনেছি।স্থানীয় প্রধানকে বলেছি বিষয়টা দেখার জন্য। আর আমি নিজে সোমবার ওই জায়গাটা পরিদর্শন করবো। দ্রুত ঐ কালভার্টটি মেরামত করা যায় কিনা দেখছি।