পুবের কলম প্রতিবেদক: আগামী মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে আসবে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (ন্যাক) টিম। বুধ এবং বৃহস্পতিবারও পরিদর্শন করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাব সহ বিভিন্ন পরিকাঠামো। হস্টেল ছাড়া বিশ্ববিদ্যালয়ের নানা দিক খতিয়ে দেখবে ওই টিম।
রেজিস্ট্রার ড. পারভিন আহমেদ বলেন, ন্যাকের জন্য প্রস্তুতিতে রাজ্যের সংখ্যালঘু দফতরের পাশাপাশি পিডব্লিউডি, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) সহ সংশ্লিষ্ট দফতর সবরকম সহযোগিতা করছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের অধ্যাপক ও কর্মীরা রাতদিন কাজ করছেন। শনিবার ন্যাকের টিম ভিজিট প্রসঙ্গে এ কথা বলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পারভিন আহমেদ।
এদিন তিনি বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাক নিয়ে আমরা প্রস্তুত। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ কাজ করছে। সম্প্রতি সংখ্যালঘু দফতরের আধিকারিকরাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে আলিয়ায় ন্যাকের টিম ভিসিট প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বক্তব্য, এতে আমরা খুশি, আলিয়া ন্যাকে ভালো ফল করবে বলে আশা আমাদের।
1 Comment
Pingback: দল ছাড়লেন আপ-মন্ত্রী কৈলাশ গেহলট, বিজেপির প্রাক্তন বিধায়ক এলেন আপ-এ – Puber Kalom – Bengali News Daily