আইভি আদক, হাওড়াঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই গাড়িতে পাঁচ জন যাত্রী থাকলেও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। এই দুর্ঘটনায় বলি বিধায়কের চালক-সহ আরও ২ জন।। আহত আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের সামনে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)। কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথেই ঘটে ওই দুর্ঘটনা। জানা গেছে, গাড়িটি রাস্তায় দাঁড়ানো ট্রেলারকে প্রচন্ড গতিতে পিছন থেকে ধাক্কা মারে।
গাড়ির গতি এতটাই ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায় এবং গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে। যাত্রীরা আটকে পড়েন দোমড়ানো মোচড়ানো গাড়ির মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। তারা হাওড়া জেলা হাসপাতালে যান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
1 Comment
Pingback: উদ্ধবের পর এবার শরদ পওয়ারের ব্যাগে তল্লাশি কমিশনের – Puber Kalom – Bengali News Daily