১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত ১৫

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, রবিবার
  • / 33

দামেস্ক, ১৭ নভেম্বর:  সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে সিরিয়াতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে চিহ্নিত করা হয়েছে। দেশটির রাজধানীর মেজ্জাহ নামক এলাকা এবং শহরের উপকণ্ঠে অবস্থিত বেশ কয়েকটি গ্রামে হামলা চালায় ইসরাইল।

 

যাতে ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ইসরাইল বলছে তারা গত বৃহস্পতিবার সিরিয়ার ইসলামিক জিহাদ গ্রুপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়ায় অবস্থিত গ্রুপটির মূল ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিবের প্রতিরক্ষা বিভাগ। গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী হচ্ছে ইসলামিক জিহাদ গ্রুপ।

 

তাদের তৎপরতা দমাতেই তাদের লক্ষ্য বস্তু করা হয়েছে বলেও দাবি করেছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, অধিকৃত গোলান মালভূমিতে বিমান হামলা শুরু করে ইসরাইলি সেনারা। পরে তারা তাদের হামলা দামেস্কের মেজ্জাহ নামক এলাকা এবং সেখানের গ্রাম পর্যন্ত বিস্তৃত করেছে। ইসলামিক জিহাদ গ্রুপ এক বিবৃতিতে তাদের নিহতের বিষয়টি শিকার করেছে। তবে তারা নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। ইসরাইলের হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রক। তারা ওই হামলাকে ‘নৃশংস অপরাধ’ বলে অভিহিত করেছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত ১৫

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, রবিবার

দামেস্ক, ১৭ নভেম্বর:  সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে সিরিয়াতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে চিহ্নিত করা হয়েছে। দেশটির রাজধানীর মেজ্জাহ নামক এলাকা এবং শহরের উপকণ্ঠে অবস্থিত বেশ কয়েকটি গ্রামে হামলা চালায় ইসরাইল।

 

যাতে ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ইসরাইল বলছে তারা গত বৃহস্পতিবার সিরিয়ার ইসলামিক জিহাদ গ্রুপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়ায় অবস্থিত গ্রুপটির মূল ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিবের প্রতিরক্ষা বিভাগ। গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী হচ্ছে ইসলামিক জিহাদ গ্রুপ।

 

তাদের তৎপরতা দমাতেই তাদের লক্ষ্য বস্তু করা হয়েছে বলেও দাবি করেছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, অধিকৃত গোলান মালভূমিতে বিমান হামলা শুরু করে ইসরাইলি সেনারা। পরে তারা তাদের হামলা দামেস্কের মেজ্জাহ নামক এলাকা এবং সেখানের গ্রাম পর্যন্ত বিস্তৃত করেছে। ইসলামিক জিহাদ গ্রুপ এক বিবৃতিতে তাদের নিহতের বিষয়টি শিকার করেছে। তবে তারা নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। ইসরাইলের হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রক। তারা ওই হামলাকে ‘নৃশংস অপরাধ’ বলে অভিহিত করেছে।