পুবের কলম প্রতিবেদক: যাঁর হাতে কিংবদন্তি শচীন তেন্ডুলকরের ক্রিকেটে হাতেখড়ি, সেই অবিস্মরণীয় কোচ রমাকান্ত আচেরকরের স্মৃতিসৌধের উদ্বোধন হল মহারাষ্ট্রের শিবাজি পার্কে। উদ্বোধন করেন মাস্টার ব্লাস্টার। উপস্থিত ছিলেন এমএনএস কর্তা রাজ ঠাকরে। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকা দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার তথা শচীনের ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলি ও শচীনের সাক্ষাৎপর্ব সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানে শচীনকে যতটা ফিট, চনমনে ও তরুন দেখিয়েছে, ততটাই বিধ্বস্ত ও বয়স্ক দেখাচ্ছিল একদা সতীর্থ কাম্বলিকে। তাঁর কাছে যেতেই শচীনের হাত শক্ত ধরে কিছু বলতে থাকেন কাম্বলি। মাস্টার ব্লাস্টার আলতো করে হাত ছাড়াতে চাইলেও, কাম্বলি ছিলেন নাছোড়বান্দা। তিনি কিছুতেই বন্ধুর হাত ছাড়তে চাইছিলেন না। একটু পরে শচীন নিজের আসনে এসে বসেন। পরে ফেরার সময়ও শচীনকে কাছে পেয়ে তাঁর মাথায়-গায়ে হাত বোলাতে থাকেন কাম্বলি। এ দিকে ‘গুরু’র স্মৃতিসৌধের উদ্বোধনের আগে আবেগপ্রবণ শচীন সামাজিক মাধ্যমে লেখেন, ‘আজ একটা বিশেষ দিন। আমরা যাঁকে শ্রদ্ধা জানালাম, তিনি ক্রিকেট ও আমাকে অনেককিছু দিয়েছেন।’