বার্বাডোজ: অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারের পরে মুহাম্মদ শামিকে নতুন ভারতীয় দলে যোগদান করানোর দাবি আরও জোরালো হচ্ছে। এই অবস্থায় শামিকে ভারতের সেরা বোলার বলে উল্লেখ করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস।
১৯৭০-৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের অন্যতম অস্ত্র ছিলেন রবার্টস। একটি সংবাদ মাধ্যমে রবার্টস বলেন, ‘শামি হয়তো বুমরাহর মত অত উইকেট পায় না। তবে বলের ওপরে ওর অসাধার নিয়ন্ত্রণ রয়েছে, ইনসুইং ও আউট সুইং দুটি ক্ষেত্রেই শামির দক্ষতা রয়েছে। ভারতের যে কোনও বোলারের থেকে শামি বেশি ধারাবাহিক। সবমিলিয়ে আমার মনে হয়, ও-ই ভারতের সেরা বোলার। বুমরাহকে সঙ্গ দেওয়া জন্য শামিই সেরা ব্যক্তি। দক্ষতায় শামির ধারেকাছে নেই মুহাম্মদ সিরাজ।’
Read More: নিজে সচেতন না হলে উপায় নেই, কাম্বলি সম্পর্কে কপিল
সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে কেন ব্যাটিং নিলেন তা বোধগম্য হয়নি রবার্টসের। ক্যারিবিয়ান তারকা বলেন, ‘ভারত প্রথমে কেন ব্যাটিং করতে নামল? পারথে ওদের বোলাররা তো অস্ট্রেলিয়াকে দুটি ইনিংসেই কম রানে বেঁধে রেখেছিল। অ্যাডিলেডে ব্যাটিং নিয়ে বিপক্ষকে সুবিধাই করে দিয়েছে ভারত। মনে রাখতে হবে, ভারতের পিচ আর অস্ট্রেলিয়ার পিচ এক নয়। এখানে উইকেট ফাস্ট এবং বাউন্সে ভরা। ভারতের উচিৎ ছিল, প্রথমে বল করে অজিদের চেপে ধরা। সুযোগ পেয়েও সেটা করা হয়নি।’