পুবের কলম প্রতিবেদক: বিনোদ কাম্বলির পাশে তাঁর সব ভালো বন্ধুদের দাঁড়াতে উপদেশ দিলেন ১৯৮৩ সালের বিশ্বজয়ী ক্রিকেট দলের ক্যাপ্টেন কপিল দেব। একটি গল্ফ প্রতিযোগিতার উদ্বোধনে এসে তিনি অসুস্থ বিনোদ কাম্বলিকে নিয়ে আলোকপাত করেন। কাম্বলির প্রতিভার প্রশংসা করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন কপিল। কয়েকদিন আগেই কপিলের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য সান্ধু জানিয়েছিলেন বিনোদ কাম্বলি যদি নিজে রিহ্যাবে ভর্তি হন, তাহলে তাঁর চিকিৎসার সমস্ত খরচ বহন করতে রাজি ৮৩’র বিশ্বজয়ী দলের সদস্যরা। সোমবার গল্ফ প্রতিযোগিতার উদ্বোধনে এসে কপিল বলেন, ‘কাউকে জোর করে কিছু করে দেওয়া যায় না। তাঁর নিজের ইচ্ছে থাকা চাই। কাউকে সমর্থন করার আগে তাঁর আত্মসমর্থন ভীষণ দরকার। বিনোদের বর্তমান শারীরিক অবস্থা দেখে সবাই খুব চিন্তিত। তাঁর নিকট বন্ধুরাও তাঁর অবস্থা দেখে খুব শঙ্কিত। নিজে সচেতন না হলে তাঁকে কীভাবে সাহায্য করা যাবে?’
কপিল পরামর্শ দিলেন, ‘আমার মনে হয়, ওর নিজের যাঁরা খুব কাছের বন্ধু, বিনোদের পাশে তাঁদের থাকা খুব জরুরী। এই সময়ে ওর কাছের বন্ধুরাই ওকে রিহ্যাবে যেতে সাহায্য করতে পারে।’