Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ওলি, শুভেচ্ছা মোদির

Bipasha Chakraborty

Published: 15 July, 2024, 07:09 PM
নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ওলি, শুভেচ্ছা মোদির

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। রবিবার তাঁকে প্রধানমন্ত্রী হিসবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওডেল। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ গ্রহণ করলেন ওলি ও তাঁর মন্ত্রিসভা। তৃতীয়বার নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ৭২ বছরের ওলি। ওলিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, 'নেপালের নয়া প্রধানমন্ত্রী হিসাবে যোগ দেওয়ায় আপনাকে অভিনন্দন কেপি শর্মা ওলি। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কৌশলগত পারস্পারিক অংশদারীত্ব বৃদ্ধি করতে করতে আমরা উন্মুখ।

উল্লেখ্য, গত ১২ জুলাই নেপালের পার্লামেন্টে আয়োজিত আস্থাভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ ব্যর্থ হন পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড। মোট আসন ছিল ২৭৫টি। এর মধ্যে পুষ্প কমল দাহালের বিপক্ষে ভোট পড়ে ১৯৪। পক্ষে ভোট পড়ে ৬৩। আস্থা ভোটে হারার পরেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন নেপালের শীর্ষ মাওবাদী নেতা প্রচণ্ড। ২০২২ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রচণ্ড। অন্যদিকে, ওলির দলের আসনসংখ্যা ৭৮। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ১৩৮টি আসন। সেক্ষেত্রে জোটের আসন দাঁড়াচ্ছে ১৬৭। নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেন। সেই মতো তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী পদে বসলেন ওলি। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে এবং ২০১৮ সালে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Leave a comment