Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

আরজি কর কাণ্ড নিয়ে দুর্নীতির রিপোর্ট আদালতে পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Bipasha Chakraborty

Published: 17 September, 2024, 03:08 PM
আরজি কর কাণ্ড নিয়ে দুর্নীতির রিপোর্ট আদালতে পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে আজ শুনানি চলল সুপ্রিম কোর্টে। এই কাণ্ডে প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে সিবিআই এই তদন্তভার হাতে নেয়। আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। মঙ্গলবার সেই দুর্নীতির রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরজি কর কাণ্ডে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ-খুনে মামলার তৃতীয় শুনানি চলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে।

৯ আগস্ট সকালে আরজি কর হাসপাতালে সেমিনার হল থেকে তরুণী পড়ুয়া চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।

জানা যায়, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে সিবিআই ভার নেয়।

এর পর আরজি করের দুর্নীতির প্রসঙ্গ সামনে আসে। গত ২৩ আগস্ট আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি৷ এই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্ত ভার দেয় সিবিআইয়ের হাতে৷ সেই মামলায়  সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই৷ 

Leave a comment