Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

সচল বাংলাদেশের ভারতীয় দূতাবাস, 'খুব জরুরি নয়' এমন কর্মীরা পরিবার নিয়ে ফিরছেন ভারতে

Bipasha Chakraborty

Published: 07 August, 2024, 07:11 PM
সচল বাংলাদেশের ভারতীয় দূতাবাস, 'খুব জরুরি নয়' এমন কর্মীরা পরিবার নিয়ে ফিরছেন ভারতে

 

নয়াদিল্লি, ৭ আগস্ট: অস্থির বাংলাদেশ। সেনার শাসনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের খুব জরুরি নয়, এমন কর্মীরা 'নিজের ইচ্ছায়' দেশ ছাড়ছেন। বুধবার সরকারি সূত্রে খবর, দূতাবাসের কর্মীরা তার পরিবার সঙ্গে নিয়ে বিমানে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কাজ করছেন বলে জানা গিয়েছে। সচল রয়েছে ভারতীয় হাইকমিশন।

তবে প্রশ্ন উঠেছে, সকলে কি স্বেচ্ছায় দেশে ফিরছেন নাকি, কোনও নির্দেশে ভারতে আসছেন তাঁরা, তার স্পষ্ট উত্তর মেলেনি। অনেকে বলছেন এর মাধ্যমে কি কূটনৈতিকভাবে কোনও বার্তা প্রেরণ করা হল।

জরুরি সেবার সঙ্গে জড়িত না থাকা কর্মীদের ফিরিয়ে আনার মধ্য দিয়ে এটা পরিষ্কার, কর্মীদের নিরাপত্তা নিয়ে ভারত চিন্তিত। যদিও দুই দেশের তরফে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।

ঢাকায় হাইকমিশন ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতীয় অ্যাসিসট্যান্ট হাইকমিশন রয়েছে। সেখানেও স্বাভাবিক কাজকর্ম চালু আছে বলে সূত্রের দাবি।

 

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে উত্তপ্ত হয় বাংলাদেশ। পরে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের হাসিনার পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয় ওপার বাংলা। পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সেনার ঘেরাটোপে বিশেষ সামরিক বিমানে দেশ ছাড়েন তিনি। আপাতত ভারতে গোপন ডেরায় রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। যার প্রধান হিসেবে থাকবেন মুহাম্মদ ইউনুস। আপাতত প্যারিসে রয়েছেন তিনি, বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন নোবেলজয়ী। 

মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

Leave a comment