Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

অন্ধ্রে বুলডোজার, ভাঙল বিরোধী দলের নির্মীয়মান কার্যালয়

আবুল খায়ের

Published: 22 June, 2024, 08:35 PM
অন্ধ্রে বুলডোজার, ভাঙল বিরোধী দলের নির্মীয়মান কার্যালয়

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজেপির জোটসঙ্গী টিডিপির বিরুদ্ধে বুলডোজার রাজনীতির অভিযোগ নির্মীয়মান দলীয় কার্যালয় ভাঙার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী ওয়াইএসআরসিপি গুন্টুর জেলার তাদেরপল্লী মন্ডলের একটি জমিতে এই ভবনটি তৈরি হচ্ছিল অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি(এপিসিআরডিএ) এবং মঙ্গলাগিরি তাদেরপল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশন(এমটিএমসি) শনিবার সন্ধ্যাবেলায় এই ভবনটি ভেঙে দেয়

দলীয় কার্যালয় ভেঙে ফেলার ঘটনায় অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে রাজনৈতিক তরজা প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে ওয়াইএসআরসিপি অন্যদিকে ভেঙে ফেলা ওই দলীয় কার্যালয়টি বেআইনি দখলকৃত জমির উপর গড়ে উঠছিল বলে দাবি তবে এই অভিযোগ নিয়ে শুক্রবারই ওয়াইএসআরসিপির গুন্টুর জেলা সভাপতি এম সেশাগিরি রাও আদালতের দ্বারস্থ হন তাঁর করা রিট পিটিশনে আদালত, রাজ্য সরকার সিআরডিএ এবং এমটিএমসিকে শুনানি শেষ না হওয়া পর্যন্ত ভবনটির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেয় এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ওয়াইএসআরসিপি দাবি করেছে, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্মীয়মান কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে যা এক অর্থে আদালত অবমাননা বলে দাবি তাদের

দলীয় কার্যালয় ভেঙে ফেলার ঘটনায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্বৈরশাসকের মত আচরণ করছেন তিনি এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কার্যালয় ভাঙার প্রতিবাদে সরব হয়েছেন এই ঘটনায় জগনমোহন টিডিপি সুপ্রিমোকে লক্ষ্য করে বলেন, রাজ্যে আইনের শাসন বিলীন হয়ে গেছে বুলডোজার দিয়ে তাদের প্রায় নির্মিত কার্যালয় ভেঙে চন্দ্রবাবু বুঝিয়ে দিলেন আগামী বছর তাদের নেতৃত্বে কেমনভাবে রাজ্যের শাসনকার্য পরিচালিত হবে তবে একইসঙ্গে তিনি বলেন, ওয়াইএসআরসিপি এই প্রতিহিংসার রাজনীতির কাছে মাথা নত করবে না যদিও এই ঘটনায় টিডিপি বা রাজ্যসরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Leave a comment