Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

রাশিয়া থেকে দেশে ফেরাতে ব্যবস্থা

ইমামা খাতুন

Published: 19 July, 2024, 08:28 PM
রাশিয়া থেকে  দেশে ফেরাতে ব্যবস্থা

 

নয়াদিল্লি, ১৯ জুলাই:  ভালো কাজ পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন দালাল বেশকিছু ভারতীয়কে রাশিয়া নিয়ে যায়। সেখানে তাদেরকে সাধারণ কোনও কাজ না দিয়ে ইউক্রেনে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই খবর প্রকাশ্যে আসার পরই কেন্দ্র সরকার রাশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করে। এবার তাদেরকে ফেরানোর কথাবার্তা চলছে। 

রুশ সেনাবাহিনীর চাকরি ছাড়তে চান, এমন অন্তত ৫০ জন ভারতীয় নাগরিক সম্পর্কে অবগত রয়েছে বিদেশ মন্ত্রক। শুক্রবার মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তারা সহায়তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সম্প্রতি রাশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়টি তুলে ধরেছেন। রুশ কর্তৃপক্ষ আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। উভয় পক্ষই ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তির জন্য কাজ করছে।  
 এদিকে সান ফ্রান্সিসকো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে রাশিয়ার ক্রাসনয়াস্ক বিমানবন্দরে নামতে বাধ্য হয়েছিল। ওই বিমানের যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে মুম্বই থেকে অন্য একটি বিমান পাঠানো হচ্ছে বলে এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডলে জানিয়েছে। ওই বিমানে ২২৫ জন যাত্রী রয়েছে।  

Leave a comment