Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আবগারি দুর্নীতিতে ১০০ কোটি কেলেঙ্কারি, 'কালা জাদু'র যুক্তি কেজরির

Kibria Ansary

Published: 10 July, 2024, 09:27 PM
আবগারি দুর্নীতিতে ১০০ কোটি কেলেঙ্কারি, 'কালা জাদু'র যুক্তি কেজরির

নয়াদিল্লি, ১০ জুলাই: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে ইডি। ১০০ কোটি টাকার কেলেঙ্কারি উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আবগারি দুর্নীতিতে মোট ১০০ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। এর মধ্যে গোয়া বিধানসভা নির্বাচনের জন্য ৪৫ কোটি টাকা সরাসরি আপকে দেওয়া হয়েছে। এই অর্থ হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়েছিল। এদিকে দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন তাঁর উপর 'কালা জাদু' করা হচ্ছে। একইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, বেআইনি পদ্ধতিতে তাঁর এবং অন্য অভিযুক্তদের উপর চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় এজেন্সি। তাঁর গ্রেফতারি বেআইনি এবং বিরোধীদের চাপে রাখতেই ED এমনটা করছে বলে দাবি আপ প্রধানের। কেন্দ্র সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এমনটা করাচ্ছে বলেও হাইকোর্টে জানিয়েছেন তিনি।

দেশ - এর থেকে আরোও খবর

100 crore scam in excise corruption Kejri's argument of 'black magic'

Leave a comment