Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সুপ্রিম ধাক্কা খেল ইডি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জামিন মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত

Kibria Ansary

Published: 29 July, 2024, 03:12 PM
সুপ্রিম ধাক্কা খেল ইডি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জামিন মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৯ জুলাই: সুপ্রিম ধাক্কা খেল ইনফোসমেন্ট ডিরেক্টরেট (ED)। মানি লন্ডারিং মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল ইডি। সোমবার সেই মামলার শুনাতিতে সুপ্রিমকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, হাইকোর্টের রায় অত্যন্ত যৌক্তিযুক্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জামিন দেওয়ার বিষয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। এদিকে সুপ্রিম স্বস্তি পেলেন হেমন্ত সোরেন।

এদিন ইডির আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিমকোর্ট বলেছে, “এটি হাইকোর্টের দেওয়া একটি উপযুক্ত সিদ্ধান্ত, বিচারপতি যৌক্তিক সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আদেশে হস্তক্ষেপ করতে রাজি নই। তবে হাইকোর্টের পর্যবেক্ষণ বিচারের উপর কোন প্রভাব কোন প্রভাব হবে না।” বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছেন, হাইকোর্ট সমস্ত বক্তব্য যথাযথভাবে বিবেচনা করেছে। আমরা এর বেশি কিছু বলতে চাই না। আমরা বললে আপনি সমস্যায় পড়তে পারেন। বিচারক খুবই যৌক্তিক সিদ্ধান্ত দিয়েছেন।

Leave a comment