Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

২৩ আগস্ট চন্দ্রযান-৩- এর সাফল্যের এক বছর পূর্তিতে  আগামীকাল 'জাতীয় মহাকাশ দিবস' পালন করবে ভারত

Bipasha Chakraborty

Published: 22 August, 2024, 08:37 PM
২৩ আগস্ট  চন্দ্রযান-৩- এর সাফল্যের এক বছর পূর্তিতে  আগামীকাল 'জাতীয় মহাকাশ দিবস' পালন করবে ভারত

 

নয়াদিল্লি, ২২ আগস্টঃ গতবছরের ২৩ আগস্ট ঐতিহাসিক ঘটনা ছিল চাঁদে চন্দ্রযান-৩- এর সফল অবতরণ। সাফল্যের শিরোনামে উঠে এসেছিল ভারতের নাম। বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসেবে ভারত এই মাইলফলক ছুঁয়েছিল ২০২৩ সালের ২৩ আগস্ট। তার একবছর পূর্তি হবে আগামীকাল। 
ইতিহাসের সেই গৌরবময় দিনটিকে স্মরণীয় রাখতে  ২৩ আগস্ট 'জাতীয় মহাকাশ দিবস' হিসেবে পালন করবে ভারত।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই বছরের জাতীয় মহাকাশ দিবসের থিম হল 'চাঁদকে স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা' ভারতের মহাকাশ সাগা'। অনুষ্ঠানটি ভারত মন্ডপমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন যে, ভারতের মহাকাশ কর্মসূচির উচ্চভিলাষী লক্ষ্য রয়েছে। যার মধ্যে রয়েছে আসন্ন 'গগনযান মিশন'।  যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে প্রথম ভারতীয় মহাকাশচারীকে মহাকাশে পাঠানো। বেসরকারি অংশীদারদের সঙ্গে সহযোগিতায় মহাকাশ খাতে হাজার কোটি টাকার বিনিয়োগ করা হতে পারে। বর্তমানে, এই ক্ষেত্রে প্রায় ৩০০টি স্টার্টআপ রয়েছে, যার মধ্যে অনেকেরই আন্তর্জাতিক সম্ভাবনা রয়েছে। মন্ত্রীর অনুমান মহাকাশ অর্থনীতি আগামী পাঁচ দশকে পাঁচগুণ বৃদ্ধি পাবে। মন্ত্রী আরও বলেন, পাইপলাইনের মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে ২০২৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন, ২০২৪ সালের মধ্যে একটি ভারতীয় চাঁদ ল্যান্ডিং স্টেশন স্থাপন করা। রাকেশ শর্মা গগনযান মিশন দলকে পরামর্শ দিচ্ছেন, সুনীতা উইলিয়ামসকে তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেশের সাতটি অঞ্চলে বিভিন্ন কর্মসূচি হবে।

দেশ - এর থেকে আরোও খবর

India National Space Day Chandrayaan-3 August 23

Leave a comment