Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ইডি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, তবে জেলমুক্ত হচ্ছেন না কেজরি

Kibria Ansary

Published: 12 July, 2024, 01:09 PM
ইডি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, তবে জেলমুক্ত হচ্ছেন না কেজরি

নয়াদিল্লি, ১২ জুলাই: আবগারি দুর্নীতির ইডি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট জামিন দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে জামিন পেলেও জেলমুক্ত হচ্ছেন না কেজরি। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই গ্রেফতারের কারণে এখনও জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপর তিহাড় জেলে পাটানো হয় তাঁকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছিলেন আপ সুপ্রিমো। মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর ফের তাঁকে জেলে আত্মসমর্পণ করতে হয়। পরে আবগারি মামলায় কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। তার মধ্যেই তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেফতার করে সিবিআই।

এদিকে শুক্রবার জামিনের পরও জেলমুক্তি না হলেও শীর্ষ আদালতের এই রায়কে নৈতিক জয় বলেই মনে করছে আপ।

দেশ - এর থেকে আরোও খবর

Delhi Chief Minister gets bail in ED case but Kejri is not released from jail

Leave a comment