Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

'প্রতারণার শিকার, ওদের কথামতো না চললে বুলডোজার নিয়ে আসবে', জমি দখলের অভিযোগে মন্তব্য সাংসদ ইউসুফ পাঠানের

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 08:48 PM
'প্রতারণার শিকার, ওদের কথামতো না চললে বুলডোজার নিয়ে আসবে', জমি দখলের অভিযোগে মন্তব্য সাংসদ ইউসুফ পাঠানের

 

পুবের কলম প্রতিবেদক:  তৃণমূলের নব নির্বাচিত সাংসদ ইউসুফ পাঠানের জমি দখলের মামলা দায়ের হয়েছে গুজরাতে হাইকোর্টে। এই মামলায় শুক্রবার হাইকোর্ট শুনানি করে। এই বিষয়ে গুজরাত সরকারের আইনজীবী জানান, ইউসুফ পাঠান একজন সেলেব্রিটি, তাই ওঁনাকে নিজের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা উচিৎ। আদালত এই বিষয়ে জানায়, ইউসুফ পাঠান 'জেড ক্যাটাগোরি' নিরাপত্তার জন্য আদালতে আবেদন করতে পারেন।

সরকারি আইনজীবী এই বিষয়ে আদালতকে জানান, ২০১২ সালের ৩ মার্চ বরোদা নগর নিগমের কাছে জমির দাম দেওয়ার কথা জানানো হয়েছিল। এর পর নিগম বৈঠকে বসে। সেই বৈঠকে নিগম জমির জন্য ৫ কোটি ২০ লক্ষ টাকা নির্ধারণ করে। এছাড়াও স্ট্যান্ডিং কমিটি ও জেনারেল বোর্ড বৈঠক করে বাজারের দাম অনুযায়ী জমি বিক্রির সিদ্ধান্ত নেয়। পরে নিগমের জেনারেল বোর্ড জানায়, রাজ্যের সরকার এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। 
বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের আইনজীবী জানান, নিগমের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার ২০১৪ সালের ৭ জুন, জমি বরাদ্দের অনুমতি বাতিল করে দেয়। কিন্তু রাজ্যে সরকারের এই আদেশ সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। পাঠানের আইনজীবী আরও বলেন, এই জমি বিক্রি নিয়ে যখন সংস্থা থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সব ফয়সালা হয়ে গেছে, তখন সরকারের অনুমতি এক্ষেত্রে নিষ্প্রোয়োজন। 
গুজরাত হাইকোর্টকে পাঠানের আইনজীবী জানান, ইউসুফ পাঠান সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন। তাকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। কারণ অন্য একটি দল থেকে সাংসদ নির্বাচিত হয়েছে এটাই কারণ। বিগত ১০ বছর ধরে তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি, আচমকা নির্বাচনে জেতার পর তাকে ৬ জুন নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। 
পাঠান আদালতকে জানান, আমি যদি তাদের দাবি পূরণ না করি, তাহলে ওরা বুলডোজার নিয়ে আসবে। বিএমসি তাঁকে ও তাঁর ভাইকে অদাবিকৃত জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এখানে তো রাজ্যের এই ব্যাপারে দখলদারির প্রয়োজন নেই। 
পাঠানের এই আবেদনের ভিত্তিতে গুজরাত হাইকোর্ট বিজেপি শাসিত বিএমসির কাছে গোটা বিষয়টি আদালতকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে। নির্দেশের ভিত্তিতে বিএমসি জানিয়েছে, প্রাক্তন ক্রিকেটার নিগমের জমির উপর কব্জা করে ফেলেছেন। সোমবার আদালত পলিসির কপি জমা দেওয়ার নির্দেশ দেয়। 
২০১২ সালে প্রাক্তন ক্রিকেটার, বহরমপুরের বর্তমান তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বরোদা নগর নিগমের (বিএমসি)র কাছে একটি জমি চেয়েছিলেন। পুরসভাও অনুমতি দেয়। কিন্তু গুজরাত সরকার জমি বিক্রির দাবিকে খারিজ করে দেয়। এর পরেই বিএমসি ইউসুফ পাঠানকে নোটিশ পাঠায়। এর পরেই প্রাক্তন ক্রিকেটার গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন। এই পুরো ঘটনায় আদালত বিএমসির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।  
উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছিলেন বরোদার এক প্রাক্তন বিজেপি কাউন্সিলর। তাঁর অভিযোগ ছিল, বরোদায় নিজের বাংলোর কাছে পুরসভার জমি জোর করে দখল করে রেখেছেন ইউসুফ পাঠান। এর আগে ওই জমিটি প্রাক্তন ক্রিকেটারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বরোদা পুরসভা। পরবর্তী সময়ে গুজরাত সরকার বরোদা পুরসভার সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়। যদিও সেই জমিটি নিজের দখলে রাখার জন্য সব রকম চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন ইউসুফ পাঠান, এমনই অভিযোগ গুজরাতের বরোদার ওই বিজেপি নেতার। বিষয়টি নিয়ে বরোদা পুরসভায় নালিশ জানিয়েছেন ওই বিজেপি নেতা। তারপরেই জমিটি উদ্ধারে সচেষ্ট হয় বরোদা পুরসভা কর্তৃপক্ষ। তারা নোটিশ পাঠায় ইউসুফ পাঠানকে। বরোদা পুরসভার সেই নোটিশকে চ্যালেঞ্জ করে এবার গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন বহরমপুরের তৃণমূল সাংসদ।

Leave a comment