Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

দিল্লির পর এবার গুজরাত, ভেঙে পড়ল মোদির উদ্বোধন করা রাজকোট বিমান বন্দরের ছাউনি

Bipasha Chakraborty

Published: 29 June, 2024, 06:51 PM
দিল্লির পর এবার গুজরাত, ভেঙে পড়ল মোদির উদ্বোধন করা রাজকোট বিমান বন্দরের ছাউনি

 

গান্ধীনগর, ২৯ জুন: দিল্লি বিমানবন্দরে পর এবার গুজরাত। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের একাংশ ধসে এক ক্যাব চালকের মৃত্যু ও আটজন আহতের ঘটনা ঘটে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভেঙে পড়ল গুজরাতের রাজকোট বিমানবন্দরে ছাউনি। বিমানবন্দরের বাইরে যাত্রীবাহী পিকআপ অ্যান্ড ড্রপ অঞ্চলে একটি ছাউনি ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরআইএর (রাজকোট বিমান বন্দর) বোর্ড অফ ডিরেক্টর দিগন্ত বোরাহ জানিয়েছেন, ছাউনিতে জল জমেছিল। জল নিষ্কাশনের জন্য রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কর্মীরা, সেই সময় ছাউনিটি ভেঙে পড়ে। তদন্তের পর একটি বিস্তারিত রিপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দেওয়া হবে। তবে এই ঘটনায় বিমানবন্দরের কাজকর্ম ব্যাহত হয়নি। রাজকোট বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর মনোনীত করা হলেও, স্থায়ী টার্মিনালের কাজ শেষ না হওয়ার জন্য বর্তমানে শুধুমাত্র অভ্যন্তরীণ বিমান চলাচল করে। 

চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরের সংস্কার করা টার্মিনালটি উদ্বোধন করেন। আর ২০২৩ সালের ২৭ জুলাই রাজকোট বিমানবন্দরটি উদ্বোধন করে জাতির উদ্দেশে উৎসর্গ করেন তিনি। খুব স্বাভাবিকভাবেই কাঠগড়ায় মোদি সরকার। এয়ারপোর্টগুলির পরিকাঠামো সহ যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে। দিল্লি বিমানবন্দরের ঘটনায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে ক্ষোভ উগরে দিয়ে ভয়াবহ দুর্ঘটনায় সরসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন। এদিকে বিরোধীদের অভিযোগের মুখে বিজেপি সরকার সরাসরি দায় ঝেড়ে ফেলেছে বলেছে, এটি ইউপিএ সরকারের আমলে তৈরি। ফলে পর পর দুর্ঘটনায় মানুষের জীবন-মৃত্যু রাজনৈতিক রেষারেষিতে বন্দি। 
বৃহস্পতিবারেও মধ্যপ্রদেশের জব্বলপুর বিমানবন্দরে ভারী বৃষ্টির মধ্যে জল জমে একটি কাপড়ের ছাউনির একাংশ ভেঙে পড়ে। নীচে পার্ক করা একটি গাড়ি পিষে যায়। হতা-হতের খবর নেই। গত ১০ মার্চ দুমনা বিমানবন্দরের ৪৫০ কোটি টাকার নতুন টার্মিনাল বিল্ডিংয়ের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, গুজরাতে ভারী বৃষ্টি চলছে। বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সাতটি দলকে কচ্ছ, রাজকোট, দেবভূমি দ্বারকা, গির সোমনাথ, ভাবনগর, নর্মদা এবং ভালসাদ জেলায় মোতায়েন করা হয়েছে। (

Leave a comment