Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সিবিআই গ্রেফতারিতে জামিনের আবেদনে  ফের হাইকোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

Bipasha Chakraborty

Published: 01 July, 2024, 04:38 PM
সিবিআই গ্রেফতারিতে জামিনের আবেদনে  ফের হাইকোর্টের দ্বারস্থ কেজরিওয়াল
 
 
পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউডের 'দামিনি' সিনেমার 'তারিখ পে তারিখ' সংলাপের মতোই এক আদালত থেকে অপর আদালতের দরজায় ধাক্কা দিতে দিতেই নাহেজাল অবস্থার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ২৬ জুন সিবিআইয়ের গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল।
১৪ দিন জেল হেফাজত হয়েছে আপ সুপ্রিমোর। এবার জামিনের আবেদনে হাই কোর্টের দরজায় কড়া নারলেন কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টের স্টাফ এবং রেজিস্ট্রি অনুসারে কেজরিওয়ালের আবেদন ২/৩ দিনের মধ্যে শুনানি হতে পারে।
 
সিবিআই গ্রেফতারিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে ১২ জুলাই পর্যন্ত জেল হেজাফতের নির্দেশ দিয়েছে।
২৯ জুন ট্রায়াল কোর্টের অবকাশকালীন বিচারক সুনেনা শর্মা কেজরিওয়ালকে ১২ জুলাই পর্যন্ত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠান। ২৬ জুন কেজরিওয়ালকে তিহার জেল থেকে গ্রেফতার করে সিবিআই। জামিনের বিরোধিতায়য় সিবিআইয়ের তরফে আইনজীবীরা আদালতে জানান, কেজরিওয়াল একজন প্রভাবশালী ব্যক্তি। তাকে জামিন দেওয়া হলে তদন্তে প্রভাব ফেলতে পারেন তিনি। তাই তার জামিন নাকচ করা হোক।

Leave a comment