Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন শারজিল ইমাম

News Desk

Published: 29 May, 2024, 03:25 PM
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন শারজিল ইমাম


নয়াদিল্লি, ২৯ মে: রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন শারজিল ইমাম। বুধবার দিল্লি হাইকোর্ট তাঁর এই জামিন মঞ্জুর করে। ২০২০ সালে রাষ্ট্রদ্রোহ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে সাম্প্রদায়িক দাঙ্গা্র অভিযোগে ওঠে শারজিলের বিরুদ্ধে। দিল্লি, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। সিএএ-বিরোধী বিক্ষোভের সময় বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে শরজিলের বিরুদ্ধে দেশের পাঁচ রাজ্যে দেশদ্রোহ-সহ একাধিক মামলা দায়ের হয়।

প্রায় চার বছর পর জামিন পেলেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক শারজিল ইমাম। শারজিল ইমাম নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। নিম্ন আদালতে জামিন খারিজ হওয়ার পর শারজিলের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় যে তাকে সর্বোচ্চ যেই সাজা দেওয়া হতে পারে তার অর্ধেকেরও বেশি তিনি ইতিমধ্যেই পার করেছেন।
দিল্লি পুলিশের অভিযোগ জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি সভায় শারজিল ইমাম বিভাজনমূলক বক্তব্য দিয়েছিলেন। তিনি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে বিক্ষোভের অন্যতম উদ্যোক্তা ছিলেন। 

Leave a comment