প্রাক্তন প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের শ্যুট করা ভিডিয়ো ভাইরাল, অভিযুক্ত বাইশের যুবক
পিস্তল উঁচিয়ে আমলার মায়ের 'দাদাগিরি', মনোরমা খেদকরকে নোটিশ ধরাল পুনে পুলিশ
বিজেপি ছাড়ার ঘোষণা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সূর্যকান্ত পাতিল
পুবের কলম, ওয়েব ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ছ্যাঁকার মাঝেই জ্বালানির দাম বৃদ্ধির জ্বলন। তবে কিছুটা নিম্নমুখী বাণিজ্যিক গ্যাসের দামে। লোকসভা ভোটের আগে কিছুটা কমলেও ভোট মিটতেই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। সোমবার থেকে কার্যকর হতে চলেছে নতুন দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১ টাকা ১ পয়সা। ফলে মহানগরে পেট্রোলের নতুন দাম ১০৪ টাকা ৯৫ পয়সা৷ অন্যদিকে ডিজেলের দামও লিটার প্রতি ১ টাকা বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা। মূল্যবৃদ্ধির কোপে এমনিতেই রীতিমত সংসার চালানোই দায়। বাজারে আনাজ-সবজির দর আকাশছোঁয়া। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা।
তবে কিছুটা স্বস্তি মিলেছে বাণিজ্যিক গ্যাসের দামে। আজ থেকে বানিজ্যিক গ্যাসের দাম কমেছে ৩১ টাকা। তবে অপরিবর্তিত থাকছে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম। রাজ্যের করের কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলেই দাবি করেছে পাম্প মালিক সংগঠনের।