পুবের কলম, ওয়েবডেস্ক: বদলে গেল ব্রিটিশ আমলের আইন। আর বলা যাবে না ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী, এবার সেখানে জায়গা করে নেবে ক্রিমিনাল আইন বা ভারতীয় ন্যায় সংহিতা।
হাথরসে পদপিষ্ট: মৃতদের পরিবারকে আরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাহুলের
নারীবিরোধী অপরাধে কড়া শাস্তির আশ্বাস, মহিলাদের সুরক্ষায় কঠোর আইনের পক্ষে সওয়াল মোদির
'বিজেপি যাবে, কংগ্রেস আসবে', হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েই সরব ভূপিন্দর সিং হুডা
এদিন অমিত শাহ বলেন, আজ থেকেই আইন চালু হয়েছে। মহিলা ও শিশুদের ওপর অত্যাচারে নতুন আইন। গণপিটুনিতে ৭ বছর থেকে আজীবন কারাদণ্ড। প্রথমবার গণপিটুনি এত কড়া আইন, সময়োযোগী পরিবর্তন করা হয়েছে নতুন আইনে। নতুন আইনে বিচার ব্যবস্থা দ্রুত হবে। ব্রিটিশ আমলের আইন বদলে তার জায়গায় ভারতীয় সংসদ এনেছে ৩ ফৌজদারি আইন। এখন দণ্ডের জায়গায় ন্যায়। ৯৩টি জায়গায় সংশোধনের পর নতুন আইন চালু হচ্ছে। শাহ বলেন, বিরোধীরা মিথ্যা প্রচার করছে।
অমিত শাহ এদিন জানিয়েছেন, নতুন ফৌজদারি আইনের অধীনে প্রথম মামলাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি একটি চুরির। কারুর মোটর সাইকেল চুরি হয়েছে। মামলাটি রাত সাড়ে ১২টা ১০-এ নথিভুক্ত হয়েছে।
অর্থাৎ বিরোধীদের দাবি উড়িয়ে, আজ সোমবার দেশজুড়ে কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি নতুন সাধের আইন-ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আজ থেকে ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে পুলিশ থেকে আইনজীবী, এমনকি বিচারক-বিচারপতিদের।
ভারতীয় ন্যায় সংহিতা ( বিএনএস ) হল ভারতীয় প্রজাতন্ত্রের সরকারি ফৌজদারি কোড। ভারতীয় দণ্ডবিধি ( আইপিসি ) প্রতিস্থাপনের জন্য ডিসেম্বর ২০২৩ সালে সংসদে পাস হওয়ার পর এটি ১ জুলাই, ২০২৪ এ কার্যকর হয়েছিল, যা ব্রিটিশ ভারতের সময়কাল থেকে শুরু হয়েছিল।
এবার থেকে দেশ থেকে ভারতীয় দণ্ডবিধি, সিআরপিসি এবং স্বাক্ষ্য আইনের বদলে বিচার হবে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং স্বাক্ষ্য আইন অনুযায়ী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, নতুন ক্রিমিনাল আইন কার্যকর করার আগে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে ১ জুলাই নতুন কার্যকর উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ন্যায় সংহিতা অন্তর্ভুক্ত করা হবে। নতুন আইন কার্যকর করে কেন্দ্রীয় সরকারের তরফে এসওপি তৈরি করা হয়েছে। ন্যায় সংহিতায় জিরো এফআইআর, ডিজিটাল এফআইআরের কথা বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী, একটি ফরম্যাট তৈরি করবেন রাজ্য পুলিশ প্রধান। সেই ফরম্যাট অনুযায়ী, প্রাথমিক তদন্তের একটি রেজিষ্টার রাখতে হবে সমস্ত থানায়। জেনারেল ডায়েরির ক্ষেত্রে অভিযোগ বা আবেদনের সারাংশ উল্লেখ করতে হবে। তবে তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে প্রাথমিক তদন্তের রেজিষ্টারে। কোনও ঘটনার ক্ষেত্রে প্রাথমিক তদন্ত করতে হলে সংশ্লিষ্ট এলাকার ডিএসপির থেকে অনুমতি নিতে হবে। প্রাথমিক তদন্ত কেন প্রয়োজন তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে। ডিএসপিকে ২৪ ঘণ্টার মধ্যে আবেদনের জবাব দিতে বলা হয়েছে এসওপিতে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতি না দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসি এফআইআর অনুযায়ী তদন্ত এগিয়ে নেতে পারবেন। ১৪ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করতে না পরলে ওসিকে শোকজ করতে বলা হয়েছে।
নতুন আইন হবে আধুনিক। অনলাইনের অভিযোগ দায়ের, এসএমএস-এ সমন বা যেকোনও থানায় 'জিরো এফআইআর' করার মতো নিয়ম চালু হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পুলিশ, জেল ফরেন্সিক বিভাগ সহ বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ৫ লক্ষ ৮৪ হাজার ১৭৪ জনকে নতুন আইনের ব্যাপারে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। চালু হয়েছে নয়া অ্যাপ।