Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

মিম প্রধানের বাড়িতে হামলা, ওয়াইসির অভিযোগে মামলা দায়ের করল দিল্লি পুলিশ

Kibria Ansary

Published: 29 June, 2024, 04:17 PM
মিম প্রধানের বাড়িতে হামলা, ওয়াইসির অভিযোগে মামলা দায়ের করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৯ জুন: মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল দিল্লি পুলিশ। 'ফিলিস্তিনি জিন্দাবাদ' মন্তব্যের পর হামলা চালানো হয় মিম প্রধানের বাড়িতে। এবার সেই ঘটনায় এফআইআর দায়ের করা হল। প্রসঙ্গত, ওয়েইসির বাড়িতে হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার দিল্লি পুলিশের সদর দফতরের ঠিক উল্টোদিকে হায়দরাবাদের সাংসদের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে বারবার ভাঙচুরের অভিযোগ তোলেন ওয়াইসি।

অভিযোগ, বৃহস্পতিবার লুটিয়েনের অশোকা রোডে সাংসদের বাসভবনের বাইরে লাগানো নেমপ্লেটে কালো রং মেখে দেয় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। দিল্লি পুলিশের এক আধিকারিকের মতে, পার্লামেন্ট স্ট্রিট থানায় ভারতীয় দণ্ডবিধির ১৪৩ (বেআইনি জমায়েত), ১৪৭ (দাঙ্গা), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ১৫৩ (দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

ওয়াইসি এক্স এ লেখেন, 'যখন আমি দিল্লি পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসা করলাম যে তাদের নাকের ডগায় কীভাবে হামলার ঘটনা ঘটল। তারা সদুত্তর দিতে পারেনি।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে এর কারণ জানতে চেয়েছেন মিম প্রধান। আমাদের বলুন সাংসদদের নিরাপত্তা নিশ্চিত হবে কি না সেই প্রশ্ন তোলেন তিনি।

দেশ - এর থেকে আরোও খবর

Delhi Police registered case against Waisi attack on MIM Pradhan's house

Leave a comment