Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

লাওখোয়া অভয়ারণ্যে বনরক্ষীর গুলিতে মৃত দুই মুসলিম যুবক, বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড দাবি সিএনএপিএ

আবুল খায়ের

Published: 26 June, 2024, 06:18 PM
লাওখোয়া অভয়ারণ্যে বনরক্ষীর গুলিতে মৃত দুই মুসলিম যুবক, বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড দাবি সিএনএপিএ

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আসামের লাওখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যে বনরক্ষীদের গুলিতে দুই মুসলিম যুবকের মৃত্যুর ঘটনায় সরব হয়েছে সিটিজেনস ন্যাশনাল অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিএনএপিএ)। তাদের দাবি, 'ভুয়া এনকাউন্টার'-এ এই দুই যুবককে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সিএনএপিএ। সংস্থার পক্ষ থেকে তাদের দাবি, ২৪ জুন প্রকাশিত এক বিবৃতিতে সিএনএপিএ শিকার বিরোধী অভিযানকে আসলে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড বলে উল্লেখ করেছে। পাশাপাশি স্বাধীন কোনও সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।  

সিএনএপিএ-এর মুখপাত্র রিয়াজ সিদ্দিকী সংবাদ মাধ্যমকে বলেন, বনরক্ষীরা ঘটনার যে ন্যারেটিভ তৈরি করেছেন তা মানবাধিকারকে লঙ্ঘণ করে। এই ধরনের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, এই ঘটনা আইনের শাসনকে ক্ষুন্ন করার পাশাপাশি জনগনের আস্থা নষ্ট করবে। কর্তৃপক্ষের উচিৎ স্বচ্ছ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। সরকারি কর্মীরা অন্যায় করলে আইনানুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

উল্লেখ্য, লাওখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য তার সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। কিন্তু সাম্প্রতিক কালে চোরা শিকার রুখতে বন দফতরের পক্ষ থেকে শিকার বিরোধী অভিযান শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে ২৩জুন অভিযান চালায় বনরক্ষী বাহিনী। সেই অভিযানে প্রাণ হারায় রহমান আলী(২৫) এবং করিম আহমেদ(২৮) নামে স্থানীয় দুই যুবক। বনরক্ষীদের দাবি তারা চোরাশিকারি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি তারা সাধারণ বাসিন্দা। জঙ্গলে গিয়েছিল কাঠ সংগ্রহ করতে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উপর ক্ষুব্ধ। অ্যামেনেস্টি ইন্টারন্যাশানাল-সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।   

 

 

,  

 

 

Leave a comment