Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

নিটের বিরুদ্ধে প্রস্তাব পাস তামিলনাড়ু বিধানসভাতে

ইমামা খাতুন

Published: 28 June, 2024, 07:47 PM
নিটের বিরুদ্ধে প্রস্তাব পাস তামিলনাড়ু বিধানসভাতে

 

 

চেন্নাই, ২৮ জুন:  নিট দুর্নীতি সামনে আসার পর নানা মহল থেকে অভিযোগ উঠছে, দুর্নীতি করার জন্যই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় স্তরে করা হয়েছে। আগে তো দিব্যি সুন্দরভাবে রাজ্য সরকার মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রবেশিকার ব্যবস্থা করত। কেন্দ্রের মোদি সরকার ‘অসৎ’ উদ্দেশ্য নিয়েই  এনটিএ-র হাতে সমস্ত ক্ষমতা তুলে দিয়ে ঢালাও দুর্নীতির সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ। এর ফলে মার খাচ্ছে আঞ্চলিক ভাষার ছাত্ররা, বিশেষ করে দক্ষিণ ভারতের ছাত্র-ছাত্রীরা। তাই প্রথম থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছে কেরল,  তামিলনাড়ুর মতো রাজ্য। জাতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (নিট) বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে তামিলনাড়ু বিধানসভা।

ওই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারকে নিট বাতিল করার এবং রাজ্য সরকারগুলিকে দ্বাদশ শ্রেণির নম্বরের উপর ভিত্তি করে মেডিক্যালে ভর্তি নেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং নিট-পিজি পরীক্ষা হঠাৎ স্থগিত হওয়ার কারণে শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই প্রস্তাবটি উত্থাপন করেন বিধানসভায়। 

মনিথানেয়া মক্কাল কাচ্চি, মারুমালারচি দ্রাবিড় মুন্নেত্রা কাজগাম, তামিলগা ভেত্রি কাজগাম এবং ভারতের  কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সহ বেশ কয়েকটি দল এই প্রস্তাবকে সমর্থন করেছে। গত ৪ জুন নিটের ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই অর্জন করেছে। আবার এমন অনেক পরীক্ষার্থী ছিল যারা ৭১৭, ৭১৮ নম্বর পেয়েছে। কিন্তু নেগেটিভ মার্কিং দিলে ৭১৭ বা ৭১৮ নম্বর কোনওভাবেই একজন পরীক্ষার্থী পেতে পারে না।

এনটিএ জানিয়েছিল, ওই প্রার্থীদের গ্রেস মার্কস দেওয়া হয়েছে। তারপরই দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের হয়। গ্রেস পাওয়া পরীক্ষার্থীদের ওই নম্বর বাতিল করে শীর্ষ আদালতের নির্দেশে ফের পরীক্ষা নেওয়া হয়। গত রবিবার (২৩ জুন) হয় সেই পরীক্ষা। কিন্তু ওইদিন এর মধ্যে ৪৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেননি। 
 

Leave a comment