Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

ডার্ক ওয়েবে ফাঁস লক্ষ লক্ষ তথ্য, বিপাকে বিএসএনএল

ইমামা খাতুন

Published: 27 June, 2024, 04:32 PM
ডার্ক ওয়েবে ফাঁস লক্ষ লক্ষ তথ্য, বিপাকে বিএসএনএল

পুবের কলম,ওয়েবডেস্ক: বিএসএনএল গ্রাহকদের জন্য দুঃসংবাদ। বর্তমানে  দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা হল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সূত্রের খবর, সম্প্রতি  বিএসএনএলের তথ্য চুরি করছে হ্যাকাররা। আর এই কারণেই লক্ষ লক্ষ গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে বলেই খবর। সিম ক্লোনিং থেকে শুরু করে আর্থিক জালিয়াতি যে কোনও রকম সমস্যায় পড়তে পারেন তারা। 

 

অ্যাথেনিয়ান টেক নামের এক সংস্থার থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী, বিএসএনএল সংস্থার এই তথ্য  ফাঁসের কাণ্ডটি ঘটিয়েছেন কিবেরফ্যানটম নামে এক হকার। এতে বলা হয়েছে যে, এত বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ এ থেকে সমস্যায় পড়তে পারেন। 

 

হ্যাকাররা যে সমস্ত তথ্য চুরি করেছে তার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি নম্বর , সিম কার্ডের তথ্য, হোম লোকেশন রেজিস্টার , ডিপি কার্ড ডেটা, বিএসএনএলের সোলারিস সার্ভারের স্ন্যাপশট ইত্যাদি। জানা গিয়েছে মোট ২৭৮ জিবির তথ্য চুরি করেছে সেই হ্যাকার। আবার তথ্য চুরি করে তাঁর প্রমাণও নিজেই দিয়েছে সেই হ্যাকার। 

 

 

Leave a comment