Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

জলপ্রপাতের স্রোতে ভেসে গেল ৫ জন, উদ্ধার ৩ মৃতদেহ, বাকিদের খোঁজে তল্লাশি

Kibria Ansary

Published: 01 July, 2024, 03:25 PM
জলপ্রপাতের স্রোতে ভেসে গেল ৫ জন, উদ্ধার ৩ মৃতদেহ, বাকিদের খোঁজে তল্লাশি

পুনে, ১ জুলাই: জলপ্রপাতের স্রোতে ভেসে গেল একই পরিবারের ৫ জন। ইতিমধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু'জনকে খুঁজতে চলছে উদ্ধারকাজ। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের লোনাভালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটি কাটাতে পুনের লোনাভালার ওই জলপ্রপাতে যায় পরিবারের সাত জন। দুপুরে পানি কম থাকায় নিচে নামে তারা। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই। কোনোমতে দুজন কিনারায় পৌঁছাতে পারলেও বাকিরা ভেসে যায়। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে একজন ৩৬ বছর বয়সী নারী ও দুজন নাবালিকা। এদিকে সোমবার বাকি দুজনের খোঁজে ফের শুরু হয় উদ্ধার কাজ।

Leave a comment