Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

পেন পিন্টার পুরস্কারের জন্য মনোনীত অরুন্ধতী রায়

আবুল খায়ের

Published: 27 June, 2024, 07:36 PM
পেন পিন্টার পুরস্কারের জন্য মনোনীত অরুন্ধতী রায়

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ 
২০২৪ সালের পেন পিন্টার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন লেখিকা অরুন্ধতী রায় বুকার পুরস্কারজয়ী এই লেখিকার বিরুদ্ধে সম্প্রতি ২০১০ সালে প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা চালানোর অনুমতি দেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা এরইমধ্যে মর্যদাপূর্ণ এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিত হলেন অরুন্ধতী বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে পুরস্কারদাতা সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, চলতি বছরের ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরিতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে লেখিকাকে পুরস্কৃত করা হবে বাষট্টি বছর বয়সী এই লেখিকা বহু বই ও নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন তবে তিনি তাঁর উপন্যাস গড অব স্মল থিংস-এর জন্য বেশি পরিচিত ১৯৯৭ সালে বইটির জন্য তিনি বুকার পুরস্কার জেতেন

পুরস্কারের আয়োজক পেন এক বিবৃতি জানিয়েছে, নির্বাচকমন্ডলী সর্বসম্মতিক্রমে এই পুরস্কারের জন্য অরুন্ধতী রায়কে মনোনীত করেছে অরুন্ধতী নিজের জীবনের ঝুঁকি নিয়ে মতপ্রকাশ এবং বাকস্বাধীনতার দাবিতে লড়াই করে চলেছেন তিনি দেশের মানবাধিকার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লেখার পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ পুঁজিবাদের বিরুদ্ধে গর্জে ওঠে তাঁর কলম

এই বছরের পেন পিন্টার পুরস্কারের জন্য নির্বাচকমন্ডলীতে ছিলেন বিশিষ্ট পেনের কর্নধার রুথ বোর্থউইক, অভিনেতা ও সমাজকর্মী খালিদ আবদাল্লা এবং লেখক ও সঙ্গীতশিল্পী রজার রবিনসন ব্রোথউইক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘অরুন্ধতীর লেখায় ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকলেও তিনি সত্যিকারের একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ এবং তাঁর শক্তিশালী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না

 

পুরস্কারের খবর জানার পর লেখিকা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ব যে দুর্বোধ্য দিকে মোড় নিচ্ছে, তা নিয়ে লেখার জন্য হ্যারল্ড পিন্টার আমাদের সঙ্গে থাকলে ভালো হতো কিন্তু তাঁর অবর্তমানে আমাদের কাউকে তাঁর সেই শূন্যতা পূরণ করতে হবে

 

উল্লেখ্য, ২০০৯ সালে ইংলিশ পেন এই পুরস্কার প্রবর্তন করে ইংলিশ পেন মূলত দাতব্য প্রতিষ্ঠান এটি মতপ্রকাশের স্বাধীনতা ও সাহিত্য নিয়ে কাজ করে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথের লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতিবছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয় নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে

 

   

Leave a comment