Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

রাতের অন্ধকারে পেল্লাই মার্কা কুমির মহারাষ্ট্রের রাস্তায়, আতঙ্কে স্থানীয়রা

Bipasha Chakraborty

Published: 01 July, 2024, 03:22 PM
রাতের অন্ধকারে পেল্লাই মার্কা কুমির মহারাষ্ট্রের রাস্তায়, আতঙ্কে স্থানীয়রা


পুবের কলম, ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে বিশালাকার দেহ নিয়ে ওটা কি! চোখ পড়তেই শিউরে ওঠার মতো ঘটনা। পেল্লাই মার্কা একটি কুমির ঘুরে বেড়াচ্ছে মহারাষ্ট্রের রতনগিরির রাস্তায়। রবিবার রাতের অন্ধকারে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। 
মহারাষ্ট্রে বৃষ্টি প্রবল চলছে। সেই বৃষ্টিতে জলবন্দি একাধিক রাস্তা। নদী উপচে পড়েছে। সেই জলস্ফীতিতে কোনওভাবে কুমিরটি লোকালয় এসে ঢুকে পড়ে। প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি বিরাট আকারের কুমিরটিকে রত্নগিরির চিপলুন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। ভিডিয়োটি সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যায়, একটি অটোরিকশার হেড লাইটের আলোতে কুমিরটি দেখা যায়, বহাল তবিয়তে কুমিরটি রাস্তায় ঘুরে বেড়াতে। 
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে শিবা নদী উপচে পড়েছে। বহু কুমির ভেসে লোকালয় এসে পড়েছে, তাদের মধ্যে এটি একটি। বনদফতরকে জানানো হয়েছে। 
গত বছরের শেষের দিকে গুজরাতের ভদোদরায় বিশ্বামিত্র নদী উপচে পড়ে একটি ১২ ফুট দৈর্ঘ্যের কুমির ভেসে লোকালয় চলে আসে। স্থানীয় বনদফতর সেটিকে ধরে নদীতে ছেড়ে দেয়।

Leave a comment