Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর বিজ্ঞাপন শাংসাপত্র নিয়ে সমস্যা সমাধানে আশাবাদী শিল্পসংস্থাগুলি

আবুল খায়ের

Published: 27 June, 2024, 08:48 PM
তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর বিজ্ঞাপন শাংসাপত্র নিয়ে সমস্যা সমাধানে আশাবাদী শিল্পসংস্থাগুলি

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজ্ঞাপনের ক্ষেত্রে স্ব-ঘোষিত শাংসাপত্রের নিয়মে কিছু ছাড় দিতে চলেছে তথ্য সম্প্রচার মন্ত্রক ইংরেজি এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার গুগুল মেটা-সহ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এ দিনের বৈঠকে শিল্প সমিতিগুলির তথ্য সম্প্রচার মন্ত্রককে জানায় যে স্ব-ঘোষিত শাংসাপত্রের ফলে বিজ্ঞাপন শিল্পে বিরূপ প্রভাব পড়েছে পাশাপাশি এই সার্টিফিকেট নিয়ে বিভিন্ন অভিযোগগুলি তুলে ধরা হয় তারপর তথ্য সম্প্রচার মন্ত্রক সার্টিফিকেট পাওয়ার বিষয়টি কীভাবে আরও সহজ করা যায় তা নিয়ে বিবেচনা করছে বলেই জানা গেছে

তথ্য সম্প্রচারমন্ত্রকের সচিব সঞ্জয় জাজুর সভাপতিত্বে এদিনের এই বৈঠকে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ারের পক্ষ থেকে প্রতিনিধি অংশগ্রহণ করে পাশাপাশি দ্য অ্যাসোসিয়েশন অফ রেডিও অপারেটরস ফর ইণ্ডিয়া (এআরওআই), ইণ্ডিয়ান নিউজ পেপার সোসাইটি (আইএনএস), ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়া (আইএএমএআই) এবং ব্রডব্যান্ড ইণ্ডিয়া ফোরাম (বিআইএফ) পাশাপাশি অনান্য শিল্প সংস্থা ইণ্ডিয়ান ব্রডকাস্টিং অ্যাণ্ড ডিজিটাল ফাউন্ডেশন (আইবিডিএফ),ইণ্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার্স (আইএসএ), অ্যাডভারটাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এএএআই)-সহ একাধিক শিল্প সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করে

ঘটনার সূত্রপাত কোভিড মহামারী সময়ে পতঞ্জলির মত সংস্থা স্বাস্থ্য ও খাদ্যপণ্য সম্পর্কিত বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনে দাবি করা হয়, তাদের তৈরি ওষুধ খেলে বিভিন্ন ধরনের রোগের নিরাময় হবে যারা ফলে মানুষ বিভ্রান্ত হয় সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিমকোর্ট বিজ্ঞাপনের ক্ষেত্রে স্ব-ঘোষিত শাংসাপত্রের নির্দেশ জারি করে তবে এই নির্দেশের ফলে ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে স্ব-ঘোষিত শাংসাপত্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে এ দিনের বৈঠকের পর শিল্প সংস্থাগুলি সমস্যা সামাধানে আশাবাদী

 

 

 

 

 

 

 

Leave a comment