Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

যাত্রীসহ ট্রেনের বার্থ ভেঙে মৃত্যু প্রৌঢ়ের, চাঞ্চল্য তেলঙ্গানায়

ইমামা খাতুন

Published: 27 June, 2024, 03:24 PM
যাত্রীসহ ট্রেনের বার্থ ভেঙে মৃত্যু প্রৌঢ়ের, চাঞ্চল্য তেলঙ্গানায়

পুবের কলম,ওয়েবডেস্ক: ট্রেনের আপার বার্থ ভেঙে মৃত্যু প্রৌঢ়ের। জানা গেছে, নীচের বার্থে শুয়ে ছিলেন ওই বৃদ্ধ। ট্রেন চলাকালীন আচমকা ওই বৃদ্ধের উপর ভেঙে পড়ে আপার বার্থটি। উপরের বার্থটি হঠাৎ ভেঙে  যাওয়ায় বার্থে থাকা যাত্রীও তাঁর ঘাড়ের উপর এসে পড়েন। সঙ্গে সঙ্গে ঘাড়ের হাড় ভেঙে যায় ওই বৃদ্ধের। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। । ঘটনাটি ঘটেছে ১২৬৪৫ এর্নাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে।  

 

 

 

 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আলি খান সিকে। বয়স ৬২। ওই প্রৌঢ় কেরল মলপ্পুরম জেলার মারানচেরি শহরের বাসিন্দা। গত সপ্তাহে এক বন্ধুর সঙ্গে কেরল থেকে দিল্লি যাচ্ছিলেন। ট্রেনটি তেলঙ্গানার ওয়ারাঙ্গালের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনাটি  ঘটে। উপর, নীচ এবং মাঝের তিনটি বার্থেই যাত্রী ছিলেন। সবচেয়ে নীচের বার্থটিতে শুয়েছিলেন ওই প্রৌঢ়।   এদিন  আচমকা প্রচণ্ড আওয়াজ হয়, কিছু বুঝে ওঠার আগেই প্রৌঢ়ের ওপর হুড়মুড়িয়ে পরে যাত্রীসহ বার্থগুলি। ঘাড়ে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মেডিক্যাল পরীক্ষায় দেখা যায়, ওই প্রৌঢ়ের ঘাড়ের তিনটি হাড় ভেঙে গিয়েছে। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানান, প্রৌঢ়ের ঘাড়ে অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তিনি চিকিৎসায় সাড়া দেননি। 

 

 

 


 

 

 

Leave a comment