পুবের কলম, ওয়েবডেস্ক: প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মধ্যে প্রকাশিত হল নিট ইউজি পরীক্ষার ফল। পুনঃপরীক্ষায় বসা ১৫৬৩ জন পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্ট এজেন্সি। গত ২৩ জুন ১৫৬৩ পরীক্ষার্থীর পুনঃপরীক্ষার নির্দেশ ছিল শীর্ষ আদালতের।
জল খেয়ে নয়ডায় অসুস্থ ২০০ , অবস্থা সংকটজনক
'দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার', বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন মোদির
রুষ্ট আরএসএস-কে তুষ্ট করতেই মোদির উদ্যোগ- নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খোঁচা জয়রামের
এনটিএর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, 'নিট ইউজি পুনঃপরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১৫৬৩ জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হল। সমস্ত প্রার্থীদের জন্য সংশোধিত স্কোরকার্ড এখন NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/-এ উপলব্ধ।
' প্রসঙ্গত, গত ২৩ শে জুন গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জন পরীক্ষার্থীকে পুনঃপরীক্ষার আবেদন জানানো হয়। তবে মাত্র ৮১৩ জন পরীক্ষায় বসেন। পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৭৫০ জন। দেশের মোট ৬ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।
উল্লেখ্য, পরীক্ষার ফল প্রকাশের পরেই দুর্নীতি অভিযোগ ওঠে। পরীক্ষা ফল প্রকাশের পর দেখা যায় ৬৭ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন ১০০ শতাংশ নম্বর। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাট এবং ছত্তিশগড়ে মোট ছ’টি পরীক্ষাকেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হওয়ার কারণে অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়।
শীর্ষ আদালতে কেন্দ্র জানায় যে, অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। চাইলে আবার পরীক্ষা দিতে পারবেন ওই পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা না দিলে অতিরিক্ত বা বাড়তি নম্বর বাতিল হবে। এরপরই গত ২৩ জুন ১৫৬৩ জনের রিটেস্টের আয়োজন করা হয়। যেখানে ৭৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেননি। আজ ১ জুলাই, সোমবার পুনঃপরীক্ষায় বসা নিট পরীক্ষার ফল বের হল।