Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

নয়া বিদেশ সচিব হলেন দোভালের ডেপুটি বিক্রম মিসরি

ইমামা খাতুন

Published: 28 June, 2024, 07:44 PM
নয়া বিদেশ সচিব হলেন দোভালের ডেপুটি বিক্রম মিসরি


নয়াদিল্লি, ২৮ জুন: ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরির নাম পরবর্তী বিদেশ সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই ঘোষণাটি করা হয়। তিনি ১৯৮৯-এর ব্যাচের আইএফএস অফিসার। ১৫ জুলাই মিসরি দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। তিনি বর্তমান বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার স্থলাভিষিক্ত হচ্ছেন। কেন্দ্রের পছন্দের লোককেই এই পদে বসানো হল। চিনসহ বিদেশে কাজ করার অভিজ্ঞতার জন্যই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কেন্দ্র সরকার। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের ডেপুটি হিসেবে কাজ করেছেন। এবার বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কাজ করবেন তিনি।  
১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন মিসরি। তবে ছেলেবেলায় পড়াশোনা করেছিলেন গোয়ালিয়রে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাস করেন। তারপর এমবিএ করেছিলেন তিনি। ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার হওয়ার আগে তিন বছর বিজ্ঞাপন জগতে ছিলেন মিসরি। তিনজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসরি--- ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭), মনমোহন সিং (২০১২ সাল থেকে ২০১৪ সাল) এবং নরেন্দ্র মোদি (২০১৪ সালের মে থেকে ২০১৪ সালের জুলাই)।

একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন মিসরি। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে রাষ্ট্রদূত ছিলেন তিনি। তারপর মায়ানমারে রাষ্ট্রদূত ছিলেন মিসরি। এছাড়াও বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশেও গুপুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। যে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের সংঘাত চরমে উঠেছিল। ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই সময় নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

Leave a comment