Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

প্রয়াত অযোধ্যার রামমন্দিরের রামলালার অনুষ্ঠানের প্রধান পুরোহিত

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 03:15 PM
প্রয়াত অযোধ্যার রামমন্দিরের রামলালার অনুষ্ঠানের প্রধান পুরোহিত

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রয়াত অযোধ্যার রামমন্দিরের রামলালার অনুষ্ঠানের প্রধান পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। প্রবীণ বৈদিক পণ্ডিতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাশীধামের অন্যতম প্রধান পুরোহিত ছিলেন তিনি। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়। সেই পুজোয় প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ১২১ জন পূজারী পুজোর্চ্চনা করেন। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হওয়ার আগেই চলে গেলেন এই প্রবীণ পুরোহিত। শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমার পূণ্য তিথিতে প্রয়াত হলেন এই প্রবীণ পূজারী।

পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সকালে তাঁর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস করেন তিনি। ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তাঁর গভীর বিশ্বাস ছিল, জানিয়েছে তাঁর শোকস্তব্ধ পরিবার। 

জানুয়ারি মাসে, অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধান পুরোহিতের ভূমিকার পাশাপাশি, তিনি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনী পুজোতেও নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রবীণ পুরোহিতের পৌরহিত্যে মধ্যপ্রদেশ, গোয়লিয়র, রাজস্থান এবং দেশের বিভিন্ন প্রান্তের রাজপরিবারের বিভিন্ন পুজো অর্চ্চনা হয়ে থাকে। তাঁর পরিবারের দাবি, ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেকের সময়ও ধর্মীয় রীতি সম্পন্ন করেছিলেন দীক্ষিত পরিবারের পূর্বসূরীরাই। 

 

 

Leave a comment