Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে: নিট কেলেঙ্কারির বির্তকে মুখ খুললেন রাষ্ট্রপতি

Kibria Ansary

Published: 27 June, 2024, 02:39 PM
দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে: নিট কেলেঙ্কারির বির্তকে মুখ খুললেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৭ জুন: নিট কেলেঙ্কারির বির্তক নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে সংসদে রাষ্ট্রপতি তাঁর ভাষণে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মন্তব্য করলেন। পাশাপাশি 'গ্রেস মার্কস' প্রদান নিয়ে মুখ খুলেছেন তিনি। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, "সরকার 'নিরপেক্ষ তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ' এবং 'দোষীদের কঠোর শাস্তি' দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।"

এদিন শাসক-বিরোধী দলের সাংসদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, "সাম্প্রতিক অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলি দৃঢ়ভাবে মোকাবিলা করা হচ্ছে, সরকার পরীক্ষার প্রক্রিয়াকে আরও উন্নত করার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা (প্রশ্নপত্র ফাঁস) অনেক রাজ্যেই ঘটেছে। রাজনীতির বাইরেও পদক্ষেপ নিতে হবে।" নিট বিতর্ক নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হতে পারে সংসদ এবং চাপে পড়তে পারেন মোদি সরকার। সেইসময় রাষ্ট্রপতির নিট বিতর্ক নিয়ে মন্তব্য অত্যান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, গোটা দেশের ৪ হাজার ৭৫০ সেন্টারে প্রায় ২৪ লাখ পড়ুয়া মেডিক্যালের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন শহরে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে পড়ুয়ারা। অনিয়ম নিয়ে যথাযথ তদন্তের দাবিতে সরব হয়েছে তারা। নিট পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শনিবারই এনটিএ-র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দিয়েছে কেন্দ্র। বদলে নতুন ডিজি করা হয়েছে প্রদীপ সিং খারোলাকে। নিট-এর প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ্ব করতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে এনটিএ-র আধিকারিকদের বিরুদ্ধেই ওএমআর-এ কারচুপির অভিযোগ তুলে সিবিআই ও ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। পরীক্ষা বাতিলের দাবিতেও মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment