Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

'দুর্ভাগ্যজনক' কে সুরেশকে প্রার্থী করা নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

আবুল খায়ের

Published: 25 June, 2024, 07:38 PM
'দুর্ভাগ্যজনক' কে সুরেশকে প্রার্থী করা নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ এনডিএ জোটের স্পিকার প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস। আটবারের কংগ্রেস সাংসদ কে সুরেশ বিরোধী জোটের স্পিকার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছে। এই খবর সামনে আসতেই মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদে শপথ নেওয়ার জন্য় মঙ্গলবার দিল্লি গিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। সংসদে ঢোকার সময় তিনি বলেন, “কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা বলা হয়নি। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।” তবে একইসঙ্গে তৃণমূল নেতা বলেন সুরেশকে সমর্থন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন সুরেশের মনোনয়নে ডিএমকে, শিবসেনা, এনসিপি (শারদ পাওয়ার) এবং ইণ্ডিয়া জোটের একাধিক দল স্বাক্ষর করেছে। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষা করছে। সেই কারণে তারা সুরেশের মনোনয়নে স্বাক্ষর করেনি।

এই পরিস্থিতিতে শরদ পাওয়ার বলেন, 'সত্যি বলতে আমি কারও সঙ্গে আলোচনা করিনি। স্পিকার পদে ক্ষমতাসীন দলই থাকে এটাই স্বাভাবিক। ডেপুটি স্পিকারের পদ যায় প্রতিপক্ষ দলের কাছে। কিন্তু গত ১০ বছর ধরে এবং মোদি সরকারের অধীনে বেশি আসন পাওয়ার পর তারা বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেয়নি। ইণ্ডিয়া জোটের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে। আমি তাদের পরামর্শ দিয়েছি।'

স্পিকার নির্বাচন নিয়ে এদিন জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। এ দিনের এই পোস্টে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ডেপুটি স্পিকারবিহীন বিগত লোকসভা পরিচালনার প্রসঙ্গে তুলে কটাক্ষ করেন। একইসঙ্গে তিনি পূর্বতন প্রধানমন্ত্রীদের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, সাম্প্রতিক অতীতে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী এবং পিভি নরসিমা রাও-এর আমলে ডেপুটি স্পিকার বিরোধী সাংসদ ছিলেন।

রমেশ তাঁর পোস্টে স্পষ্টভাবে জানানো, ইণ্ডিয়া জোটের অফারটি ছিল স্পিকারের জন্য বিজেপি প্রার্থীকে সমর্থন করবে কিন্তু পরিবর্তে ডেপুটি স্পিকার করে হবে বিরোধী জোটের প্রার্থী। এই প্রস্তাব সংসদীয় ঐতিহ্য রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

স্পিকার নির্বাচনে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার রাত্রি ৮টায় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইণ্ডিয়া জোটের সভা ডাকা হয়েছে তবে এই সভায় তৃণমূল কংগ্রেস থাকে কি না সেদিকেই নজর রাজনৈতিক শিবিরের। কারণ নজিরবিহীন ভাবে বুধবার স্পিকার নির্বাচন ভোটাভুটির দিকে গড়ায় তবে পরস্পর বিরোধী দুই জোটই চাইবে শরিকদের সমর্থন। সেক্ষেত্রে তৃণমূলের ২৯টি সাংসদ অবশ্যই গুরুতবপূর্ণ। এ দিন লোকসভার ট্রেজারি বেঞ্চে পাশাপাশি বসে রাহুল গান্ধী এবং অভিষেককে কথা বলতে দেখা যায়। মনে করা হচ্ছে, স্পিকার পদে প্রার্থী দেওয়া নিয়ে দুজনের মধ্যে কথা হয়।      

অষ্টাদশ লোকসভায় এনডিএ-র নেতৃত্বাধীন বিজেপি ২৪০ আসন নিয়ে বৃহত্তম দল হলেও সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২ থেকে অনেকটাই পিছিয়ে। শরিকদের সমর্থনে সরকার গড়েছে বিজেপি নেতৃত্বে। এনডিএ-এর মোট আসন ২৯৩। বিরোধীদের মধ্যে কংগ্রেস জেতে ৯৯ আসনে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের ২৩৩ জন সাংসদ রয়েছে। ৭ জন নির্দল-সহ আরও ১৬ জন নির্বাচনে জয়ী হয়ে সংসদে পৌঁছেছেন যারা কোনও জোটেই নেই।

Leave a comment