Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় হামলা একদল যুবকের, মাথা ফাটল ২ যাত্রীর, আহত শিশু

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 01:56 PM
ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় হামলা একদল যুবকের, মাথা ফাটল ২ যাত্রীর, আহত শিশু

 

 

আইভি আদক, হাওড়া: ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় এবার বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠলো। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে বিহারের খুরদা স্টেশনে। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে বহিরাগত কিছু যুবক ওই হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগ, সংরক্ষিত কামরায় ওঠা এক বহিরাগত যাত্রীকে সিটে বসতে বারণ করায় তিনিই 'বৈধ' যাত্রীদের দেখে নেওয়ার হুমকি দেন। পরের স্টেশনে ট্রেন ঢুকলে বহিরাগদের ডেকে আনেন তিনি। খুরদা স্টেশনে একদল বহিরাগত যুবক জোর করে ট্রেনের ওই সংরক্ষিত কামরায় উঠে যাত্রীদের উপর হামলা চালায়। মারধর করে ২ যাত্রীর মাথা ফাটিয়ে দেয়। পাশের সিটে মায়ের কোলে থাকা এক সদ্যোজাত শিশু আহত হয় বলে অভিযোগ।

বহিরাগত প্রায় শ'খানেক যুবক ট্রেনের ওই বগিতে যাত্রীদের মারধরের পাশাপাশি কামরাতেও ভাঙচুর করে। বাঙালি পর্যটক ৭ জনের একটি দল বহিরাগতদের হাতে আক্রান্ত হয়। তাদের দু'জনের মাথা ফেটে যায়। দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এরপর রেল পুলিশ এসে কয়েকজন হামলাকারীকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে। এদিকে, সংরক্ষিত কামরায় এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বহিরাগত যুবকরা লাঠি, বেল্ট দিয়ে হামলা চালায় বলে অভিযোগ যাত্রীদের। আক্রান্ত বনগাঁর কয়েকজন যাত্রী হাওড়ায় এসে রেল পুলিশ থানায় অভিযোগ জানান। এই হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই ট্রেন যাত্রীরা।

Leave a comment