Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

বর্ষার প্রথম বৃষ্টিতেই অটল সেতুতে ফাটল, দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস

আবুল খায়ের

Published: 21 June, 2024, 08:36 PM
বর্ষার প্রথম বৃষ্টিতেই অটল সেতুতে ফাটল, দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বর্ষার প্রথম বৃষ্টিতেই মহারাষ্ট্রের অটল সেতুতে ফাটল। যা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস সেতু নির্মাণে দূর্নীতির অভিযোগে সরব হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ মুম্বাই থেকে নাভি মুম্বাই সংযোগকারী ২১.৮ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের এই সেতুটি নির্মাণে ব্যায় হয়েছিল ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। দীর্ঘ এই সেতুটির ১৬.৫ কিলোমিটার সমুদ্র সংযোগকারী। এই সেতুটি মুম্বাই ট্রান্স হারবার-লিঙ্ক(এমটিএইচএল) নামেও পরিচিত। চলতি বছরের জানুয়ারি মাসে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফাটলের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার দুপুরের দিকে এলাকা পরিদর্শনে যান মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতার অভিযোগ, 'নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। তারা দুর্নীতির সমস্ত সীমা অতিক্রম করে গেছে।' পাটোলের দাবি, উদ্বোধনের তিন মাসের মধ্যে অটল সেতুর একটি অংশ ফাটল দেখা গেছে। শুধু তাই নয় নাভি মুম্বাইয়ের কাছে দেড় কিলোমিটার অংশ ভেঙে গেছে। পাশাপাশি তিনি বলেন, 'প্রাক্তণ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সেতুটির নামকরণের পরেও সেই সেতু নির্মাণে দূর্নীতি হয়েছে যা দূর্ভাগ্যজনক।'

যদিও কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের এক্স হ্যান্ডেলে বিজেপি দাবি করেছে, অটল সেতুতে ফাটল দেখা যায়নি। ফাটল দেখা গেছে সেতুর দিকে যাওয়ার রাস্তায়।   

 

Leave a comment