Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

সংবাদমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ, সরব দেশের ১৩ মিডিয়া সংগঠন

Kibria Ansary

Published: 19 June, 2024, 04:47 PM
সংবাদমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ, সরব দেশের ১৩ মিডিয়া সংগঠন

পুবের কলম, ওয়েবডেস্ক: সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের আইন বাতিলের দাবি তুলল দেশের ১৩ মিডিয়া সংগঠন। খবর-সংবাদমাধ্যমের উপর এভাবে বারবার সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব সংবাদমাধ্যমগুলি। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দেশের সমস্ত সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিয়ে দেশের ১৩ টি মিডিয়া অর্গানাইজেশন একত্রিত হয়ে একটি প্রস্তাব এনেছে। নির্দিষ্ট মিডিয়া আইন তৈরির পাশাপাশি এবং নির্দিষ্ট মিডিয়া কাউন্সিল তৈরির দাবিও তোলা হয়েছে। যে কাউন্সিলে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সাংবাদ মাধ্যমের কর্মীদেরও যুক্ত করতে হবে। একই সঙ্গে প্রস্তাবনায় বলা হয়েছে, কেন্দ্রে বিজেপি সরকারের আমলে মিডিয়া সংক্রান্ত যে যে আইনগুলি সরসরি সংবাদ মাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ করছে, সেগুলি বাতিল করতে হবে।

দেশ - এর থেকে আরোও খবর

13 media organizations demand the central government repeal the press-freedom law

Leave a comment