Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

সাংসদ হিসাবে শপথ নিলেন জেলবন্দি ইঞ্জিনিয়ার রশিদ

আবুল খায়ের

Published: 05 July, 2024, 04:54 PM
সাংসদ হিসাবে শপথ নিলেন জেলবন্দি ইঞ্জিনিয়ার রশিদ

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভায় সংসদ সদস্য হিসাবে শুক্রবার শপথ গ্রহণ করলেন ইঞ্জিনিয়ার রশিদ এই উপলক্ষ্যে এ দিন দিল্লির পাতিয়ালা হাউস আদালতে প্যারলে দুই ঘন্টার জন্য মুক্তি পান তিনি রশিদ জম্মু ও কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাহকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন

৫৬ বছর বয়সী এই রাজনীতিককে ২০১৯ সালে এনআইএ গ্রেফতার করে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের অভিযোগে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে তদন্ত চলছে বর্তমানে তিনি তিহার জেলে বন্দি আছেন জেল থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি

এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রশিদের পরিবারের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, কন্যা এবং দুই পুত্র যথা আসরার রশিদ ও আবরার রশিদ এছাড়াও উপস্থিত ছিলেন রশিদের ভাই খুরশিদ আহমদ ও তাঁর দুই রাজনৈতিক সহকর্মী উপস্থিত ব্যক্তিদের শপথ গ্রহণে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় শপথ গ্রহণের পরে জেলে ফেরত যাওয়ার আগে পর্যন্ত বারামুল্লার সাংসদকে পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হলেও, কোনও সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে বাক্যালাপের অনুমতি দেওয়া হয় নি 

Leave a comment