Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

হিংসা বিধ্বস্ত মণিপুরে বন্যার প্রকোপ, গৃহহীন ২০ হাজার

ইমামা খাতুন

Published: 05 July, 2024, 04:58 PM
হিংসা বিধ্বস্ত মণিপুরে বন্যার প্রকোপ, গৃহহীন ২০ হাজার

পুবের কলম,ওয়েবডেস্ক:  বর্ষা নামতে না নামতেই  এবার প্রকৃতির রোষানলের শিকার মণিপুর। জাতি হিংসার পর এবার তুমুল বর্ষণে নাজেহাল জনজীবন। গত কয়েকদিনের অতিভারি বৃষ্টিতে প্রায় ৩৫ হাজার  বাড়ি ভেঙে গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অন্তত ২০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিচ্ছেন। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দাবি, ২০ হাজার ৬৩৯ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। যাঁদের মধ্যে ১২৫১ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। খোলা হয়েছে ১৪টি ত্রাণ শিবির।  ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) চলতি সপ্তাহে সমস্ত উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। সেনাবাহিনী,  রাজ্য পুলিশ, মণিপুর ফায়ার সার্ভিস, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা দিয়ে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করার পাশাপাশি জলের বোতল এবং খাবারের প্যাকেট বিতরণ করছে। 

 

 

Leave a comment