Thu, June 27, 2024

ই-পেপার দেখুন

শিয়রে তৃতীয় বিশ্বযুদ্ধ, দিনক্ষণ ঘোষণা জ্যোতিষী কুশল কুমারের

Kibria Ansary

Published: 18 June, 2024, 09:49 PM
শিয়রে তৃতীয় বিশ্বযুদ্ধ, দিনক্ষণ ঘোষণা জ্যোতিষী কুশল কুমারের

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যেতে পারে এই যুদ্ধ। হিন্দু ধর্ম ও সংস্কৃতির আলোকে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে জ্যোতিষী কুশল কুমার মঙ্গলবার (১৮ জুন) এই ভবিষ্যদ্বাণী করেন। বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য দিনক্ষণও উল্লেখ করেছেন তিনি। জ্যোতিষী কুশল কুমার বলেন, ইসরাইল-ফিলিস্তিন, রাশিয়া ও ন্যাটো, উত্তর ও দক্ষিণ কোরিয়া, চিন ও তাইওয়ানের মধ্যে বর্তমানে যে টানাপড়েন চলছে, এসবের সম্মিলিত প্রতিক্রিয়া হিসেবেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটতে পারে।

বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য দিনক্ষণ উল্লেখ করে তিনি বলেন, ২৯ জুন শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে এই প্রথম নয় আগেও এই বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। সে সময় সম্ভাব্য তারিখ হিসেবে ১০ জুন অথবা ২৯ জুনের কথা বলেছিলেন। কুশল কুমার অবশ্য বলেন, ‘এসব ভবিষ্যদ্বাণী করার কারণ হলো, যাতে সম্ভাব্য এসব ঘটনাপ্রবাহ থেকে আমরা সতর্ক হতে পারি। সেই সঙ্গে নিজ নিজ দেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পরি।’

নিজের ভবিষ্যদ্বাণীর পক্ষে যুক্তি দিয়ে বেশ কিছু আন্তর্জাতিক সংঘাতপূর্ণ ঘটনার কথা উল্লেখ করেন কুশল কুমার। তাঁর মতে, ইসরাইল ও লেবাননের মধ্যে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার সীমানার মধ্যে ঢুকে পড়ছে। এছাড়া কিউবার ক্ষেপণাস্ত্র সমস্যার কারণে সেখানে একটি নিউক্লিয়ার সাবমেরিনসহ রুশ যুদ্ধজাহাজ প্রেরণ, তাইওয়ান সীমান্তে চিনের যুদ্ধ মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ও উল্লেখ করে তিনি বলেন, এসব পরিস্থিতির কারণেই বিশ্ব এখন আরো একটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে।

দেশ - এর থেকে আরোও খবর

Third world war in poetry date announced by astrologer Kushal Kumar

Leave a comment