Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

'ইমার্জেন্সির কালিমালিপ্ত দিন ভোলার নয়, গোটা দেশ জেলে পরিণত হয়েছিল', সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির

Bipasha Chakraborty

Published: 24 June, 2024, 03:31 PM
'ইমার্জেন্সির কালিমালিপ্ত দিন ভোলার নয়, গোটা দেশ জেলে পরিণত হয়েছিল', সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: নেট-নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে উত্তপ্ত দেশ। এই বিতর্কের মাঝেই শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাংসদ হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শপথ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন মোদি বলেন, সাংসদদের কাছ থেকে দেশবাসীর অনেক প্রত্যাশা। এতদিন পর্যন্ত বিরোধীদের অবস্থান ছিল হতাশাজনক। তবে আশা রাখি এবার বিরোধীরা নিজেদের ভূমিকা পালনে সচেষ্ট হবে, গণতন্ত্রের মর্যাদা বজায় রাখবে। দেশের জনগণ বিরোধীদের থেকে ভালো কিছু প্রত্যাশা রাখে। আমরা আশা রাখি বিরোধীরা দেশের নাগরিকদের হয়ে কাজ করবে। আলোচনায় অংশ নেবে। জনগণ নাটক চায় না। তারা স্লোগান চায় না, কাজ চায়। ভালো সাংসদ চায়। 
জরুরি ব্যবস্থা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, ইমার্জেন্সির কালিমালিপ্ত দিনটি ভোলার নয়। আগামীকাল ২৫ জুন। যারা সংবিধানের গরিমা বোঝেন, যারা সংসদকে সম্মান করেন, তাদের জন্য কালকের দিনটি ভুলে যাওয়ার নয়। ২৫ জুন সংবিধানে যে কালিমা লেগেছিল, তার ৫০ বছর পূরণ হবে আগামীকাল। গোটা দেশকে জেল বানিয়ে দেওয়া হয়েছিল, গণতন্ত্রে কালি লাগানো হয়েছিল। আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই সাহস দেখাতে পারবে না। আমরা সংকল্প নেব, জনগণের স্বপ্ন পূরণের।
মোদি বলেন, বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এসেছে। আরও বেশি করে কাজ করব, পরিশ্রমে কোনও খামতি রাখব না। তিনগুণ বেশি ফল আনব। বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে। তৃতীয়বার ক্ষমতায় এসে আমাদের দায়িত্ব তিনগুণ বেড়ে গেছে। 
প্রধানমন্ত্রী বলেন, অষ্টাদশ লোকসভা শুভ সংকেত। ১৮ তম লোকসভায় যুব সাংসদদের সংখ্যা ভালো। '১৮'র গুরুত্ব অনেক। গীতার ১৮টা অধ্যায় রয়েছে। এই ১৮'তে আমরা সাবালক হই, ভোটদানের অধিকার মেলে। 
স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও দলকে তৃতীয়বার সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশবাসী। এটা আমাদের কাছে গর্বের। জনগণ আমাদের উদ্দেশ্য, নীতিতে শিলমোহর দিয়েছেন। এর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমরা মানি সরকার গঠনের জন্য বহুমতের, আর সরকার চালানোর জন্য সহমতের প্রয়োজন। আমরা চেষ্টা করব সকলকে একসঙ্গে নিয়ে দেশের সেবা করে ১৪০ কোটি দেশবাসীর আশা পূরণ করা।
মোদি বলেন, বিকশিত ভারত তৈরির স্বপ্ন নিয়ে লোকসভার সূচনা হচ্ছে। এবার খুব ভালো ভোট হয়েছে। এটা ১৪০ কোটি দেশবাসীর কাছে গর্বের। ৬৫ কোটিরও বেশি জনগণ মতদান করেছেন। আমি সকল নবনির্বাচিত সাংসদদের স্বাগত জানাই। সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের, বৈভবের। স্বাধীনতা পর প্রথমবার নতুন সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। এতদিন পুরনো সংসদ ভবনে শপথ গ্রহণ হত।  আজ নয়া সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। 
 

Leave a comment