Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

সংসদের প্রথম অধিবেশনে শপথ নিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Bipasha Chakraborty

Published: 24 June, 2024, 02:31 PM
সংসদের প্রথম অধিবেশনে শপথ নিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


পুবের কলম, ওয়েবডেস্ক:  নিট-নেট দুর্নীতির মধ্যেই সংসদে শপথ নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংসদের নিম্নকক্ষে সদস্য হওয়ার জন্য একে একে শপথ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং নবনির্বাচিত সাংসদরা। প্রোটেম স্পিকার শপথবাক্য পাঠ করাচ্ছেন। আগামী দুইদিন ধরে সংসদে কেবল প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। আগামী ২৬ জুন লোকসভায় অনুষ্ঠিত হবে স্পিকার নির্বাচন। এরপর প্রেসিডেন্ট আগামী ২৭ জুন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। এই অধিবেশনেই সংসদের দুই কক্ষের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্টের সেই বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন নিয়ে ২৮ জুন থেকে আলোচনা শুরু হবে। আগামী ২ বা ৩ জুলাই পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদি। এরপরে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। ৪ জুলাই শেষ অধিবেশন।
আগামী ২২ জুলাই থেকে বাজেট পেশের জন্য ফের অধিবেশন শুরু হতে পারে। ১৮ তম সংসদের অধিবেশনে লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে একে শপথ নেবেন নরেন্দ্র এনডিএ জোটের ২৯২, ইন্ডিয়া জোটের ২৩৩ এবং অন্যান্য ১৮ সাংসদ। সোমের পর মঙ্গলেও চলবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান।
প্রথম অধিবেশনের দিন থেকেই বিরোধীরা নেট-নিট দুর্নীতি কাণ্ড নিয়ে সংসদের বাইরে সরব হয়েছে। এবার সংসদে যেমন একক শক্তি কমেছে বিজেপির, তেমনই শক্তি বেড়েছে বিরোধীদের। 

 

Leave a comment