Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

চলতি মাসেই নয়া সরকারের সংসদে প্রথম ও রাজ্যসভার অধিবেশন, আনুষ্ঠানিক ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী রিজেজুর

News Desk

Published: 12 June, 2024, 03:21 PM
চলতি মাসেই নয়া সরকারের সংসদে প্রথম ও রাজ্যসভার অধিবেশন, আনুষ্ঠানিক ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী রিজেজুর


নয়াদিল্লি, ১২ জুন:  শেষ হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন। তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। মোদি মন্ত্রিসভার গঠন প্রক্রিয়াও সমাপ্ত। নিজ নিজ মন্ত্রকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মন্ত্রীরা। এবার নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন সহ রাজ্যসভার অধিবেশনের শুরুর কথা আনুষ্ঠানিক ঘোষণা করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু। লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুন। এই অধিবেশন চলবে আটদিন। শেষ হবে ৩ জুলাই। পাশাপাশি রাজ্যসভার ২৬৪ তম অধিবেশন শুরু হচ্ছে ২৭ জুন, শেষ হবে ৩ জুলাই। 
এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন সংসদ বিষয়ক ও সংখ্যালঘু কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। কিরেণ জানিয়েছেন, 'নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাংসদ হিসাবে শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং অন্যান্য আলোচনার জন্য আট দিনের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে৷ এর পর ২৭ জুন সংসদে হবে রাষ্ট্রপতির ভাষণ। সেখানে আগামী ৫ বছরে সরকারের পরিকল্পনা কী, তার রূপরেখা তুলে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন। প্রধানমন্ত্রীর ধন্যবাদ প্রস্তাবের পালটা বিতর্কে অংশ নেবে বিরোধী শিবির। এছাড়াও এই অধিবেশনে লোকসভায় স্পিকার নির্বাচন হবে।
সূত্রের খবর, ২৪ এবং ২৫ জুন সাংসদদের শপথগ্রহণ হতে পারে। লোকসভা স্পিকারের নির্বাচন হতে পারে ২৬ জুন। অধিবেশনের প্রথম দুই দিনে সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে। ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে ভাষণ দেবেন বলে খবর, ৩ জুলাই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হতে পারে। ২২ জুলাই পেশ হতে পারে পূর্ণাঙ্গ বাজেট। গত ১ ফ্রেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির আইন প্রণেতা রাধা মোহন সিং, যিনি সপ্তম বারের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন, অধিবেশনের তৃতীয় দিনে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত হতে পারেন। অন্য দিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-ও স্পিকারের চেয়ারের দিকে নজর রাখছে বলে খবর৷ 

Leave a comment