Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রীর দফতরে মোদি, চেয়ারে বসেই কৃষকদের প্রকল্পে সাইন

News Desk

Published: 10 June, 2024, 03:38 PM
শপথ নেওয়ার পরেই প্রধানমন্ত্রীর দফতরে মোদি, চেয়ারে বসেই কৃষকদের প্রকল্পে সাইন

পুবের কলম, ওয়েবডেস্ক:  শপথ নেওয়ার পরেই নিজের দফতরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সাড়ে ১১টা নাগাদ তিনি পিএমও দফতরে আসেন। তৃতীয়বার শপথ নিয়ে প্রধানমন্ত্রীর পদে বসেছেন তিনি। সোমবার সকালে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে যান মোদি। সকলেই তাঁকে হাতজোড় করে প্রতি নমস্কার জানান। এসেই কৃষকদের কল্যাণমূলক প্রকল্প 'পিএম নিধি প্রকল্পে'র ফাইলে সাইন করেন'। মোদি বলেন, আমাদের সরকারের কল্যাণে দায়িত্ব নেওয়ার পরেই সবার প্রথম কৃষকদের কল্যাণে উদ্দেশে ফাইলে সই করা উচিৎ বলেই মনে করেছি। কৃষকদের উন্নয়নে কৃষিক্ষেত্রে ও কৃষকদের জন্য আগামীদিনে আরও কাজ করতে চাই'। 
প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরই পিএম  কিসান নিধির ১৭ তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মোট ২০ হাজার কোটি টাকা ব্যয় হবে, এতে উপকৃত হবেন ৯.৩ কোটি। 
৭২ জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন বিকালেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে৷ সম্ভবত সেখানেই দফতর বন্টনের ঘোষণা করা হবে। আর ক্যাবিনেটের বৈঠকের আগেই সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাউথ ব্লকে নিজের দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ৭ লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনে বৈঠক করবে নতুন মন্ত্রিসভা। বিকেল পাঁচটার এই বৈঠকেই সম্ভবত ২ কোটি বাড়িকে আনা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে। শুধু তাই নয়, আবাসের আর্থিক সহায়তা আরও ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে বলেই দাবি সূত্রের।

Leave a comment