Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

গুরু দায়িত্ব দেওয়ার জন্য জোট শরিকদের ধন্যবাদ: মোদি

News Desk

Published: 07 June, 2024, 02:42 PM
গুরু দায়িত্ব দেওয়ার জন্য জোট শরিকদের ধন্যবাদ: মোদি

সংসদে যা বললেন মোদি---

শরিকদের সঙ্গে বিশ্বাসের ভিত্তি আরও মজবুত হল

NDA সরকারের কাজের লক্ষ্য বিন্দু মানুষের উন্নয়ন

যে লক্ষ লক্ষ মানুষ পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ

গুরুদায়িত্ব  দেওয়ার জন্য জোট সরকারকে ধন্যবাদ

বিরোধীদের সমালোচনার মুখে যোগ্য জবাব দিয়েছে ইভিএম

২৪-এর লোকসভা ভোটে এনডিএ-র মহাবিজয়

১০ বছরেও মানুষের উপর আস্থা তৈরি করতে পারেনি কংগ্রেস

NDA-এর আস্থা রেখেছে দেশের মানুষ

আমরা পরাজিতদের নিয়ে উপহাস করি না

কংগ্রেস তিনটে নির্বাচনে যা আসন পেয়েছে, আমরা একটা নির্বাচনে তার থেকে বেশি আসন পেয়েছি

দক্ষিণ ভারতে NDA নিজের জায়গা মজবুত করেছে

বিরোধীরা চেয়েছিল গণতন্ত্রের উপর আস্থাই যাতে নষ্ট হয়ে যায়

বিদেশের মানুষের কাছে ভারতের গণতন্ত্রকে নীচে দেখানোর চেষ্টা করা হয়েছে

এনডিএ সব থেকে মজবুত সরকার

দেশের মানুষ জানে আমরা হারিনি্, হারবো না

'INDIA" জোট লাগাতার উন্নয়নের বিরোধিতা করেছে

কংগ্রেসের ১ লক্ষ টাকার প্রতিশ্রুতিকে কটাক্ষ মোদির 

তামিলনাড়ুতে আমরা আসন পাইনি, কিন্তু কি হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছে

তুচ্ছ বিষয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, যাতে নির্বাচনের সব দোষ কমিশনের ঘাড়ে দেওয়া যায়

অর্থনৈতিক দিক থেকে ৫ নম্বর থেকে ৩  নম্বরে দেশ

বিরোধী জোটের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ মোদির

আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি

ফের সকলকে দেশের উন্নয়নের এগিয়ে আসার আহ্বান

 

 

 

Leave a comment