Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

হাথরাস: স্বঘোষিত ধর্মগুরু 'ভোলে বাবার' প্রবচন শুনতে এসে পদপিষ্ট হয়ে মৃত ১২০, আহত বহু, যোগী রাজ্যের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

Bipasha Chakraborty

Published: 02 July, 2024, 08:03 PM
হাথরাস: স্বঘোষিত ধর্মগুরু 'ভোলে বাবার' প্রবচন শুনতে এসে পদপিষ্ট হয়ে মৃত ১২০, আহত বহু, যোগী রাজ্যের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

 

লখনউ, ২ জুলাই:  ফের খবরের শিরোনামে যোগী রাজ্যের হাথরাস ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ মঙ্গলবার সেই হাথরাসের রতিভানপুরে লর্ড শিবের 'ভোলে বাবার সৎসঙ্গের' অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১২০ জনের আহতের সংখ্যা প্রায় শতাধিক প্রায় ৫০ হাজারের বেশি মানুষের জমায়েত হয়েছিল হতা-হতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু গণধর্ষণকে ঘিরে যে রাজ্যের নামে নৈরাজ্যের অভিযোগ উঠেছিল, ফের সেই রাজ্যেই চরম অব্যবস্থার নজির রাখল মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের জেলাশাসক আশিসকুমার মৃতদের প্রতি ২ লক্ষ ও আহতদের পরিবারের উদ্দেশে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের। সেইসঙ্গে পিএমও অফিসের তরফ থেকেও মৃত ও আহতদের মাথা পিছু যথাক্রমে ২ লক্ষা টাকা ও ৫০ হাজার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এটাহের এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন, হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ

জানা গেছে ভোলে বাবার আসল নাম সন্ত নারায়ণ সাকার হরি। তবে তিনি ভোলে বাবা নামে দেশ-বিদেশে জনপ্রিয়।  একসময় পুলিশে কর্মরত ছিলেন তিনি। পরে ধর্ম প্রচারক হয়ে ওঠেন। নিজেকে স্বঘোষিত ধর্মগুরু হিসেবে প্রচার করেন। এই ভোলে বাবা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বলে জানা গেছে। 

সূত্রের খবর, প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই ওই সৎসঙ্গের আসর বসেছিল সৎসঙ্গ শেষ হওয়ার পরে সকলে মিলে ঠেলাঠেলি করে বের হতে যান সেই সময় শুরু হয় পদপিষ্টের ঘটনা বাইরে সারি সারি মোটরবাইক দাঁড় করানো ছিল, সেই জন্য বের হতে অসুবিধা হয় অনেকে সামনে থাকা নালায় পড়ে যায়

এদিন সংসদে ভাষণ দেওয়ার সময় হাথরসের ঘটনার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বলেন, 'হাথরাসের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার ঘটনায় শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত আহতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

যোগী আদিত্যনাথ ঘটনায় শোকজ্ঞাপন করে এক্স হ্যান্ডেলে লেখেন, মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটির নেতৃত্ব দেবেন আগ্রা কমিশনারেটের ডিজিপি জানা গিয়েছে, তড়িঘড়ি  মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিং দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের ডিজিও

জানা গেছে, লর্ড শিবের একটি অনুষ্ঠান চলছিল হাথরাসের সিকান্দারা রাউ শহরে বিশেষভাবে তৈরি করা তাঁবুতে এক ধর্ম প্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন সেই অনুষ্ঠান শেষ হতে না হতেই হুড়োহুড়ি পড়ে যায় মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয় ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে একজন আরেকজনের উপরে গিয়ে পড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় হুড়োহুড়িতে কয়েকজনের মৃত্যু হয় সৎসঙ্গের আয়োজন করেছিল মানব মঙ্গল মিলন সদভাবনা অনুষ্ঠান কমিটি

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা সৎসঙ্গে এসেছিলাম, খুব ভীড় হয়েছিল সৎসঙ্গ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা বের হতে শুরু করে সেই সময় ধাক্কাধাক্কি হয় বের হওয়ার পথটি খুব সরু থাকার জন্য হুড়োহুড়ি পড়ে যায়

আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন,  এটা ছিল ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা মঙ্গলবার বিকেলে এটাহ হাথরাস জেলার সীমান্তে জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয় আহতদের ইটাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিক কীভাবে এমনটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে  

 

 

 

 

Leave a comment