Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

রাহুলজি হিন্দুত্বের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেন নিঃ উদ্ধব ঠাকরে

আবুল খায়ের

Published: 02 July, 2024, 08:44 PM
রাহুলজি হিন্দুত্বের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেন নিঃ উদ্ধব ঠাকরে

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভার অধিবেশনে বিরোধী দলনেতার বক্তব্য ঘিরে শোরগল পড়ে গিয়েছে বিজেপির দাবি রাহুল গান্ধি এই বক্তব্যের মধ্য দিয়ে হিন্দুতবকে আক্রমণ করেছে রাহুল গান্ধিকে সমর্থন জানিয়ে বিজেপির এই প্রচারের বিরুদ্ধে মুখ খুললেন শিবসেনা(ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে উদ্ধব জানান, লোকসভায় কংগ্রেস সাংসদ তাঁর বক্তব্যে হিন্দুতবের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেন নি

শিবসেনা(ইউবিটি) সুপ্রিমো বলেন, 'আমি রাহুল গান্ধির বক্তব্য শুনেছি আমরা কেউই হিন্দুত্বকে অপমান করব না এবং কেউ করলে তা সহ্যও করব না আমাদের এই মানসিকতার মধ্যে রাহুল গান্ধিজিও একজন রাহুলজি বলেছেন বিজেপি হিন্দুত্ব নয় খুব স্পষ্টভাবে বলছি আমি বিজেপিকে পরিত্যাগ করেছি, হিন্দুত্ব নয়' তিনি বলেন, গান্ধি ভগবান শিবের একটি ছবি দেখানোর চেষ্টা করছিলেন কিন্তু তাতে বাধা দেওয়া হয় আমি মনে করি না রাহুলজি হিন্দুত্বকে অপমান করেছেন'

উল্লেখ্য, সোমবার অষ্টাদশ লোকসভা অধিবেশনের প্রথম ভাষণেই বিরোধী দলনেতা রাহুল গান্ধি শাসক বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং থেকে স্পিকার ওম বিড়ালা কেউই বাদ যাননি কংগ্রেস সাংসদের আক্রমণের লক্ষ্য থেকে

Leave a comment