পুবের কলম প্রতিবেদক: অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে এদিন আলবিদা বললেন পর্তুগালের তারকা ফুটবলার নানি। এতেই তিনি দীর্ঘ ১৯ বছরের ফুটবল কেরিয়ারের ইতি টানলেন। ৩৮ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের বিষয়ে নানি বলেন, ‘এটাই আমার অবসর নেওয়ার সঠিক সময়।’ সোশ্যাল মিডিয়ায় নিজের বিদায় বার্তায় নানি আরও বলেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল। কেরিয়ারের উত্থান-পতনে যারা আমার পাশে থেকেছেন, আমাকে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ার আমাকে অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সময় হয়েছে জীবনে নতুন অধ্যায় যোগ করার। নতুন লক্ষ্যে এবং স্বপ্নে মনোযোগ দিতে চাই। আশা করছি, শীঘ্রই সবার সঙ্গে দেখা হবে।’
এর আগে ২০০৫ সালে স্পোর্টিং সিপির হয়ে নানির পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয়। এরপর ২০০৭ সালে বিশ্বের অন্যতম সেরা কোচ অ্যালেক্স ফার্গুসনের ইউরোপের সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিনি যোগ দেন। প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতে যোগ দিয়ে রোনাল্ডো, রুনিদের ভিড়ে নিজেকেও প্রতিষ্ঠিত করেন। ম্যান ইউ’র হয়ে প্রথম মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এই উইঙ্গারটি। দীর্ঘ বছরের ম্যানইউ’র কোরিয়ারে তিনি জেতেন প্রিমিয়ার লিগও। তার নামের পাশে রয়েছে ক্লাব বিশ্বকাপও। সব মিলিয়ে রেড ডেভিলদের হয়ে তিনি ২৩০ ম্যাচে ৪১ গোল করেছেন। ম্যানইউ’র পরবর্তীতে স্পোর্টিং সিপি, ফেনারবাচ, ভ্যালেন্সিয়াসহ দেশ-বিদেশের বহু ক্লাবের হয়ে খেলেছেন। পর্তুগালের হয়ে ১১২ ম্যাচে করেছেন ২৪টি গোল। রোনাল্ডোর সঙ্গে লড়াই চালিয়ে ২০১৬ সালে দলকে এনে দেন ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি। এদিন সেই নানি চিরদিনের জন্য ফুটবলকে বিদায় জানালেন।